Call Center Fraud: প্রাসাদসম বাড়ি, গ্যারাজে বিলাসবহুল দামি গাড়ি,কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণা, পুলিশের জালে ২ ভাই
Liluah Fraud Arrested: পুলিশ সূত্রে খবর, নিউটাউনে কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণা শুরু করে অভিযুক্তরা। সম্প্রতি ওই কল সেন্টারে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়।
ভাস্কর ঘোষ, হাওড়া: কল সেন্টারের (Call Center) আড়ালে আন্তর্জাতিক প্রতারণা চক্র চালানোর অভিযোগ উঠল দুই ব্যবসায়ীর (Business) বিরুদ্ধে। হাওড়ার (Howrah ) লিলুয়া থেকে অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে নিউটাউন থানার (Newtown Police Station) পুলিশ। লিলুয়ার দাসপাড়ার বাসিন্দা গৌরব ও সৌরভ সোনি। প্রাসাদোপম বাড়ি, গ্যারাজে বিলাসবহুল দামি গাড়ি।
স্থানীয়দের দাবি, সাধারণ অবস্থা থেকে গত কয়েকবছরে দ্রুত জীবনযাত্রা বদলেছে সোনি ভাইদের। বেড়েছে সম্পত্তি। পুলিশ সূত্রে খবর, নিউটাউনে কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণা শুরু করে অভিযুক্তরা। সম্প্রতি ওই কল সেন্টারে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ১৩ লক্ষ ৭৪ হাজার টাকা এবং ৫৩টি কম্পিউটার। গতকাল কল সেন্টারের মালিক সোনি ভাইদের লিলুয়ার বাড়িতেও দীর্ঘক্ষণ পুলিশের তল্লাশি চলে।
সম্প্রতি কলকাতাতেও এমন ঘটনা ঘটেছে। কম্পিউটারের সফটওয়ার সংক্রান্ত পরিষেবা দেওয়ার টোপে ৯০ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ। পরিবারের দাবি, যার জেরে আত্মঘাতী হন ওই মার্কিন নাগরিক।
আরও পড়ুন, পুরোহিতকে মারধর-প্রাণে মারার হুমকি! বিজেপি নেতা রাকেশ সিং-এর বিরুদ্ধে বড় অভিযোগ
জানা গিয়েছে, নিজেদেরকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে ধৃতরা ফোন করেতেন বিদেশে। টোপ দেওয়া হত সফটওয়ার সংক্রান্ত পরিষেবা দেওয়ার।
পুলিশ জানিয়েছে, গত বছর ৯০ বছরের এক মার্কিন নাগরিকের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তরা। অভিযোগ, প্রতারণা করা হয় প্রায় ৯০ লক্ষ টাকা। পরিবারের দাবি, গত বছরের শেষের দিকে আত্মঘাতী হন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে এফবিআই একটি ইমেল আইডি উদ্ধার করে। গুগলের সাহায্য নিয়ে মার্কিন তদন্তকারী সংস্থা জানতে পারে ইমেলের আইপি অ্যাড্রেস কলকাতার। এফবিআই, ইন্টারপোল হয়ে মামলা আসে কলকাতা পুলিশের হাতে। তপসিয়া থেকে গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে। তাঁকে জেরা করে রাজস্থান থেকে ধরা হয় আরও ২জনকে। ধৃতদের জেরা করে গত ১০ তারিখ পুণে থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সৈয়দ তারিক কালামকে।
পুণে থেকে ধৃত মূল চক্রীর কাছ থেকে বেশ কিছু সিমকার্ড উদ্ধার হয়েছে। এগুলি কাজে লাগিয়েই আমেরিকার নাগরিককে প্রতারণা করা হয় বলে অভিযোগ।