Messi In Kolkata: যুবভারতীতে ২০ টাকার জলের বোতল ২০০ টাকায় ! টেন্ডার করে বিক্রির বরাত দেওয়ার অভিযোগ
G.O.A.T India Tour: যে যুবভারতীতে দর্শকদের জলের বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ, সেখানে এত এত প্লাস্টিকের বোতল এল কোথা থেকে? এই প্রশ্ন বারবার উঠছে।

আবির দত্ত, কলকাতা : যেখানে জলের বোতল নিয়ে ঢোকাই নিষিদ্ধ, সেই যুবভারতী স্টেডিয়ামেই ২০ টাকার জলের বোতল ২০০ টাকায় বিক্রি হয়েছে শনিবার। ভাইরাল হয়েছে সেই ভিডিও। টেন্ডার করে জলের বোতল বিক্রির বরাত দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এনিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের অন্দরেও এনিয়ে সমালোচনা শোনা গেছে।
শনিবার মেসি-ম্যাজিক দেখার অপেক্ষায় ছিল কলকাতা। তার বদলে যুবভারতী স্টেডিয়ামে অভূতপূর্ব বিশৃঙ্খলা দেখেছে তামাম দেশ, বিশ্ব। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেও স্বপ্নের তারকাকে এক ঝলকও দেখতে না পেয়ে ঘটে ক্ষোভের বিস্ফোরণ। বাকেট চেয়ারের পাশাপাশি গ্যালারি থেকে উড়ে আসে একের পর এক জলের বোতল। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঐতিহ্যের যুবভারতী। রবিবারও চারদিকে ছড়িয়ে ছিটিয়ে চেয়ার-খাবার থেকে শুরু করে জলের বোতল। এখনও লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম, ছড়িয়ে ছিটিয়ে চেয়ার, খাবার। শুধু স্টল নয়, গ্যালারিতেও জল বিক্রি, ভাইরাল ভিডিওয় তোলপাড়। ১০-১৫ গুণ বেশি দামে জল বিক্রি, প্রশ্নের মুখে পুলিশের ভুমিকা।
কিন্তু যে যুবভারতীতে দর্শকদের জলের বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ, সেখানে এত এত প্লাস্টিকের বোতল এল কোথা থেকে? এই প্রশ্ন বারবার উঠছে। অনুষ্ঠানের আগেও শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়, মাঠে বোতল নিয়ে ঢোকা যাবে না। অনীশ সরকার, ডিসি, বিধাননগর সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন, 'স্টেডিয়ামের ভিতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্য়বস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনও জলের বোতল যদি আমরা গেটে দেখি, তাহলে আমরা সেই জলের বোতলটা অ্য়ালাও করতে পারব না।' পুলিশ গ্যালারিতে জলের বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ করলেও, সল্টলেক স্টেডিয়ামে স্টল বসিয়ে পানীয় জলের বোতল ও খাবার বিক্রির অনুমতি দিল কে? গতকাল লিওনেল মেসির অনুষ্ঠানে দর্শকাসন থেকে জলের বোতল উড়ে আসার পর থেকেই এই প্রশ্ন জোরাল হয়েছে।
কিন্তু শনিবার যুবভারতী স্টেডিয়ামে ধরা পড়ে একেবারে উল্টো ছবি। অভিযোগ, ২০ টাকার জলের বোতল বিক্রি করা হয়েছে ২০০ টাকায়। শুধু জল নয়। অভিযোগ, খাবারও বিক্রি করা হয়েছে চ়ড়া দামে। শনিবার গ্য়ালারিতে যে জলের বোতল ২০০ টাকায় বিক্রি হয়েছে, রবিবার সেই বোতলই জলের দরে বিক্রি করতে চাইলেন টেন্ডার পাওয়া সংস্থা। এদিকে স্টেডিয়ামে জলের বোতল বিক্রির ভিডিও দেখিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। যুবভারতীতে বিশৃঙ্খলা নিয়ে সমালোচনা শোনা গেছে তৃণমূলের একাংশের মুখে। সূত্রের খবর, শনিবার বিশৃঙ্খলার জেরে যুবভারতীতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি ছাড়িয়েছে। এর দায় কার? কীভাবে জলের বোতল মাঠে ঢুকল, প্রশ্ন তুলেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও তৃণমূল বিধায়ক অতীন ঘোষও। প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও।






















