Messi News: মেসিকে ভালভাবে দেখতে না পেয়ে ২০০ টাকা দিয়ে কেনা জলের বোতল ছুড়ল দর্শকরা! কেন এত দাম নিয়েছিল? বিস্ফোরক দাবি!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বর্ধনা দেওয়ারও কথা ছিল। এদিনের ম্যাচ দেখারও কথা ছিল। কিন্তু আচমকাই বদলে গেল পরিস্থিতি। মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি।

আবির দত্ত, কলকাতা: মাঠ জুড়ে পড়ে রয়েছে চেয়ার। ভেঙে-উপড়ে ফেলা হল মাঠের মাঝের অস্থায়ী তাঁবু, শামিয়ানা। স্টেডিয়াম থেকে উড়ে এল শ'য়ে শ'য়ে জলের বোতল। মাঠ ময় ভাঙা চেয়ার। মেসি-বরণের দিনেই যুবভারতীতে 'লজ্জার দৃশ্য'। তাণ্ডব সামলাতে নাজেহাল হত হল পুলিশ-RAF-কে।
শুক্রবার মাঝরাতেই তিলোত্তমায় আসেন বিশ্বকাপজয়ী আর্জেন্তেনীয় তারকা লিওলেন মেসি। অনুষ্ঠানের সূচি মেনে শনিবার ঠিক সকাল ১১.৩০ মিনিটে যুবভারতীর মাঠে ঢোকে ফুটবলের রাজপুত্র লিও মেসির গাড়ি। এরপর দর্শকদের উদ্দেশে অভিবাদন করে মাঠ প্রদর্শন করার কথা ছিল। কথা ছিল গোটা মাঠ ঘুরে দর্শকদের দর্শন দেবেন ফুটবলের 'ঈশ্বর' (মেসি অনুরাগীরা এই নামেই সম্বোধন করে থাকে)। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বর্ধনা দেওয়ারও কথা ছিল। এদিনের ম্যাচ দেখারও কথা ছিল। কিন্তু আচমকাই বদলে গেল পরিস্থিতি। মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। মেসিভক্তদের দাবি এত টাকার টিকিট কেটেও মেসিকে এক ঝলক চোখে দেখতে পাননি তাঁরা। এরপর উড়ে আসতে শুরু করে বোতল। শ'য়ে শ'য়ে বোতল উড়ে আসে।
এখন প্রশ্ন উঠছে জলের বোতল দর্শকরা পেলেন কোথা থেকে? বিশৃঙ্খলা হওয়ার আগেও পুলিশি তৎপড়তা ছিল না বলেই দাবি দর্শকদের। পুলিশ আগে থেকে অ্যালার্ট থাকলে এই ঘটনা হত না, এমনটাই জারি। বোতল আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তাও কেন মাঠে এত বোতল? কীভাবে এল এত বোতল? দর্শকদের অভিযোগ, 'আমাদের মাঠের ভিতরে জলের বোতল নিয়ে ঢুকতে দেয়নি। অনুষ্ঠান আয়োজকরা মাঠের ভিতরে ১০-১৫ টাকার বোতল ২০০ টাকায় বিক্রি করেছে। সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আয়োজন। মেসিকে দেখাই যায়নি।'
রণক্ষেত্র স্টেডিয়ামের বাইরে বেরিয়ে ক্ষোভপ্রকাশ করে চলেন দর্শকরা। টাকা ফেরতের পাশাপাশি আয়োজক এবং ক্রীড়ামন্ত্রীর গ্রেফতারের দাবিও জানান দর্শকরা। তাঁদের বক্তব্য, 'মন্ত্রী-আয়োজকরাই ছবি তুলছেন, দর্শকরা কী দেখবে?' ক্ষোভের বিস্ফোরণ ঘটতেই গ্যালারি থেকে মাঠে নেমে পড়েন ক্ষুব্ধ দর্শকরা। মাইকের স্ট্যান্ড নিয়ে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করা হয়। মেসির জন্য নির্দিষ্ট সামিয়ানা উপড়ে ফেলল উত্তেজিত জনতা।
এদিকে, এই ভয়ঙ্কর বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে X পোস্টে মুখ্য়মন্ত্রী লেখেন, সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থা দেখা গেল, তাতে আমি খুবই বিরক্ত এবং হতবাক। আমি অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, যেখানে হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তরা তাঁদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিলেন। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, একই সঙ্গে তাঁর ভক্ত ও সকল ক্রীড়াপ্রেমীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।
এদিন, মেসির সঙ্গে ছিলেন আরও ২ বিখ্যাত ফুটবলার লুই সুয়ারেজ ও রদ্রিগো ডি’পল। ৩টে ১৫ নাগাদ, নিরাপত্তার কারণে, বিমানবন্দরের এক্সিট গেট দিয়ে না বেরিয়ে টারম্যাক থেকে গাড়িতে চেপেই ১ নম্বর গেট দিয়ে সোজা বেরিয়ে যান মেসি। সুপারস্টারকে একবার চোখের দেখা দেখতে, বিমানবন্দরের বাইরে জাতীয় পতাকা, আর্জেন্টিনার পতাকা হাতে ভিড় জমিয়েছিলেন কলকাতার মেসি ভক্তরা।






















