Abhishek On IT Raid: 'তল্লাশি নিয়ে আপত্তি নেই, কিন্তু..', কপ্টারে 'আয়কর তল্লাশি' নিয়ে সরব অভিষেক
Abhishek Helicopter IT Raid:'তল্লাশি নিয়ে আপত্তি নেই, কিন্তু..', তবে কী নিয়ে আপত্তি অভিষেকের ? 'এই অধিকারটা আইটি অফিশিয়ালদের নেই', বলতে তিনি কী বুঝিয়েছেন ?
কলকাতা: দোরগড়ায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। আর ঠিক তার আগেই কপ্টারে 'আয়কর তল্লাশি' নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee On IT Raid)। 'কপ্টারে আয়কর তল্লাশি চালিয়েও কিছু পায়নি। কপ্টারের ট্রায়াল রানে বাধা দেওয়া হয়েছে। তল্লাশিতে কিছু না পেয়ে ট্রায়াল রানে বাধা দিয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। আমার নিরাপত্তারক্ষীদের ধমকানো হয়েছে', আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
'তল্লাশি নিয়ে আপত্তি নেই, কিন্তু..', তবে কী নিয়ে আপত্তি অভিষেকের ?
এদিন অভিষেক বলেন, 'তল্লাশি করা নিয়ে আমার কোনও আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে যে রেড করে যখন কিছু পায়নি, তখন আইটির অফিসারেরা বলেছেন, আমরা ট্রায়াল রান করতে দেব না। এই অধিকারটা ওদের নেই। ফলে তার উপর ভিত্তি করে অভিযোগ জানিয়েছি। আইটি সার্চ করুক। আইটি তো সারা বছর সার্চ করছে। কোনও আপত্তি নেই। ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই তো রোজই সার্চ করছে। কিন্তু সারা হেলিকপ্টার তন্নতন্ন করে খুঁজেছে। সবার ব্যাগ, হেলিকপ্টারের সিট সব খুঁজেছে। যখন কিছু পায়নি, যখন ১০ পয়সাও উদ্ধার হয়নি, তখন বলছে, আমরা উঠতে দেব না। ট্রায়াল রান করতে দেব না।এই অধিকারটা আইটি অফিশিয়ালদের নেই।'
বেহালা ফ্লাইং ক্লাবে গেল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের হেলিকপ্টারে আয়কর দফতরের হানা দেওয়ার অভিযোগ ঘিরে, রবিবার পয়লা বৈশাখে বঙ্গ রাজনীতির তরজা সপ্তমে চড়েছিল।সোমবারও যে তরজা থামল না। কারণ একদিকে, বেহালা ফ্লাইং ক্লাবে গেল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড,আর অন্যদিকে,তামিলনাড়ুতে রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশনের 'ফ্লাইং স্কোয়াড'।
পিসি-ভাইপোর জন্য আলাদা আইন হতে পারে না : শুভেন্দু অধিকারী
এদিকে এনিয়ে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের প্রতিহিংসার রাজনীতির ফের কড়া জবাব শুভেন্দুর। 'নির্বাচন কমিশন আগেই কপ্টারে বিশেষ নজরদারির কথা বলেছিল। দেশের আইন সবার জন্য সমান। পিসি-ভাইপোর জন্য আলাদা আইন হতে পারে না', মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুন, হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।