HC On Ram Navami: হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের
HC Howrah Ram Navami: হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের, কী কী নিয়ম মেনে চলতে হবে ?
কলকাতা: দোরগড়ায় লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) এবং রামনবমী। বলাইবাহুল্য ভোটের আগে রামনবমী (Ram Navami) পালন নিয়ে পারদ সপ্তমে। এনিয়ে শাসক ও বিরোধীদের পৃথক মতামত রয়েছে। 'রামনবমীতে অশান্তি করতে পারে বিজেপি', বলে আশঙ্কার বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এহেনও পরিস্থিতির মাঝেই হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের। জমায়েত কমিয়ে শোভাযাত্রার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর (Justice Joy Sengupta)।
কী কী নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর ?
১) ২০০ জনের জমায়েত নিয়ে শোভাযাত্রায় অনুমতি।
২) বি ই কলেজের ১ নম্বর গেট থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত করা যাবে শোভাযাত্রা।
৩) কোথাও দাঁড়াবে না মিছিল।
৪) কোনও অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না।
৫) কোনওরকম প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না।
৬) রাজ্য চাইলে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে কেন্দ্র।
৭) দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত শোভাযাত্রা করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ।
৮) রামের মূর্তি ব্যবহারের জন্য শোভাযাত্রায় একটি গাড়ি রাখার অনুমতি।
রামের জন্মদিন উপলক্ষ্যে এবার রাম মহোৎসব পালন করছে বিশ্ব হিন্দু পরিষদ
রামের জন্মদিন উপলক্ষ্যে এবার রাম মহোৎসব পালন করছে বিশ্ব হিন্দু পরিষদ।মঙ্গলবার শুরু হচ্ছে VHP-র মেগা ইভেন্ট।চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।রামনবমী উপলক্ষ্যে হাওড়ার B E কলেজের গেট থেকে শুরু হয়ে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত মিছিল হবে।১০ হাজার জমায়েতের অনুমতি চাওয়া হলেও, হাইকোর্ট অনুমতি দিয়েছে শুধু ২০০ জনের।উল্লেখ্য, ২১ জুলাই একই রুটে একই শর্তে আরও একটি সংগঠনকে শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছে।
রামনবমীর দিন অশান্তির আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রামনবমীর দিন অশান্তির আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এনিয়ে নিশানা করেছেন বিজেপিকে। বলেছেন, '১৭ তারিখ ওদের অশান্তি করার দিন। ওরা চায় অশান্তি করে এনআইএ ঢুকিয়ে ভোট বানচাল করতে। হিংসার জন্য প্রস্তুত হয়ে আছে, কেউ প্ররোচনায় পা দেবেন না। আপনাদের এখানকার প্রার্থী একজন গুন্ডা, তিনি আবার আগুন লাগাবেন। শীতলকুচির মতো গুলি চালিয়ে দেবে',কোচবিহারের সভা থেকে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন, কপ্টার-বিতর্কের পর বেহালা ফ্লাইং ক্লাবে টিম পাঠাল নির্বাচন কমিশন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।