Amit Shah: ফের রাজ্যে আসছেন শাহ, লোকসভা ভোটের আগে শুভেন্দুর জেলায় কর্মিসভা
Amit Shah Coming Bengal: কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী , রাজ্যে এসে কী কী কর্মসূচী এবার অমিত শাহের ?
কলকাতা: শিয়রে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। আর ঠিক তার আগেই শহর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রামমন্দির উদ্বোধনের পরেই কি জোরকদমে লোকসভা ভোটের প্রচারের পরিকল্পনায় নেমেছে বিজেপি (BJP) ?
শাসকদলের মতো বঙ্গ বিজেপিতেও আদি-নব্য ইস্যুতে বিতর্ক প্রকাশ্যে আসে। রাজ্য বিজেপির নেতাদের কাজকর্ম নিয়ে যখন জল ঘোলাটে হয়েছে, ঠিক তখনই গতবার রাজ্য সফরে আসেন অমিত শাহ। সেবার শোনা গিয়েছিল, অন্দরে কড়া বার্তাও দিয়েছিলেন তিনি। আর এবার রামমন্দির উদ্বোধনের ঠিক পরপরই ফের শাহি সফর হতে চলেছে কলকাতায়। আগামী ২৮ জানুয়ারি কলকাতায় আসছেন অমিত শাহ। ২৮ জানুয়ারি রাতে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৯ জানুয়ারি সকালে মেচেদায় কর্মী সম্মেলনে যোগ দেবেন তিনি। ২৯ জানুয়ারি বিকেলে সায়েন্স সিটিতে বিদ্বজ্জনদের সঙ্গে বৈঠক।
এর আগে রাজ্যে এপ্রিম মাসে এসে শাহ বলেছিলেন, 'বিধানসভায় বিজেপিকে ৭৭টি আসন জিতিয়ে দায়িত্ব বাড়িয়েছে বাংলা। ২০২৪-এ নরেন্দ্র মোদিকেই ফের প্রধানমন্ত্রী করতে হবে। ২০২৪-এর লোকসভা ভোটে ৩৫টিরও বেশি আসনে জেতান', বলে আহ্বান জানিয়েছিলেন অমিত শাহ। তিনি স্পষ্ট করেছিলেন 'বাংলাকে সন্ত্রাস, অনুপ্রবেশমুক্ত করার একটাই রাস্তা, বিজেপি। ২০২৪-এ ৩৫টি আসন দিন, ২০২৫-র আগেই সরকার পড়ে যাবে। বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে অত্যাচার, অনুপ্রবেশ, দুর্নীতি। বাংলায় যেভাবে দুর্নীতি চলছে, তার একমাত্র দাওয়াই বিজেপি।' রামনবমীর হিংসা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছিলেন অমিত শাহ। তিনি আরও প্রশ্ন তুলে বলেছিলেন, 'বাংলায় রামনবমীর শোভাযাত্রা কেন বেরোবে না? তৃণমূলের তোষণের রাজনীতির জন্যই অশান্তি হয়েছে। মোদিকে ফের জেতান, ..হামলা করার সাহস কেউ পাবে না।'
আরও পড়ুন, 'I.N.D.I.A জোটের কফিনে..', মমতার 'একলা চলার ঘোষণা'য় কটাক্ষ মালব্যর
গত ডিসেম্বরে দলীয় অনুষ্ঠানে কলকাতায় এসে রাজ্য বিজেপিকে (West Bengal BJP) আগামী লোকসভা ভোটের (Lok Sabha Eelction) জন্য দিকনির্দেশ দিয়েছিলেন অমিত শাহ। কলকাতায় এসে ফের লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন শাহ। ৩৫ আসনের লক্ষ্যমাত্রা পূরণে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন বিজেপির আইটি সেলের উপর। তিনি বলেছিলেন, 'দেশের অন্যান্য এলাকার তুলনায় বাংলায় সাইবার যোদ্ধাদের কাজ বেশি গুরুত্বপূর্ণ। টিএমসি-র দুর্নীতি, তোষণ, হিংসা, কৃষক বিরোধী, উন্নয়ন বিরোধী মডেল সর্বসমক্ষে আনার বড় দায়িত্ব সাইবার যোদ্ধাদের উপর। আমি নিশ্চিত যে, সাইবার যোদ্ধারাই বাংলায় ৩৫টি পদ্ম ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'