TMC: লোকসভা ভোটে কোন নেতার কেমন পারফরম্যান্স? মূল্যায়ন শুরু তৃণমূলের
TMC Performance Review: প্রশ্ন হল, রেজাল্ট আউটের পর কার মাথায় 'মুকুট' উঠবে? কে পাবে 'ঘরশত্রু বিভীষণে'র তকমা? কিংবা কে 'লোকসভার ব্য়র্থ নেতা' চিহ্নিত হবে?
কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Election 2024) সময় কোন নেতার পারফরম্য়ান্স কেমন ছিল, তা নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে তৃণমূল (Trinamool Congress)। সূত্রের দাবি, তৃণমূলের তরফে দলের সাংসদ-বিধায়ক থেকে জনপ্রতিনিধিদের কাছে একটি ফর্ম পাঠানো হয়েছে। সেখানে দলের কোনও নেতার বিরুদ্ধে কোনও অভিযোগ আছে কিনা? যেখানে দল পিছিয়ে পড়েছে, সেখানে কেন মানুষ ভোট দেননি? তা নেতৃত্বের তরফে জানতে চাওয়া হয়েছে।
২১শে জুলাইয়ের মঞ্চ থেকে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, "আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন, বিধানসভা, লোকসভায়,আপনি ভাববেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এসে একটা মিটিং করবে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এসে একটা মিটিং করবে প্রার্থী জিতবে। গায়ে-গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্য়েকটা নির্বাচনে করতে হবে।''
কীভাবে হচ্ছে পারফরম্য়ান্সের ময়নাতদন্ত?
তৃণমূলের তরফে দলের সাংসদ-বিধায়ক থেকে জনপ্রতিনিদের কাছে একটি ফর্ম পাঠানো হয়েছে। সেখানে লোকসভা নির্বাচনের ফল নিয়ে তাঁদের দিতে বলা হয়েছে মতামত। কোন নেতা নির্বাচনে কী কাজ করেছেন? কারও বিরুদ্ধে কোনও অভিযোগ আছে? যেখানে দল পিছিয়ে পড়েছে, সেখানে কোন কারণে মানুষ ভোট দেননি? কোন নেতা লোকসভা নির্বাচনে সেভাবে কাজ করেননি, তা নেতৃত্বের তরফে জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের দাবি।
এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, "কে কীভাবে কাজ করেছে, কোথায় কী, কারও বিরুদ্ধে অভিযোগ আছে কি না? কার প্রতি ভাল ফিলিং আছে কি না, সেই রিপোর্টটা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে বলেছে। যার ভিত্তিতে আগামী দিনে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। লোকসভা ভিত্তিক রিপোর্ট যে যেভাবে দেবে। অনেকের কাছে চাওয়া হয়েছে। সবার থেকে হয়তো চাওয়া হয়েছে।''
এখন প্রশ্ন হল, রেজাল্ট আউটের পর কার মাথায় 'মুকুট' উঠবে? কে পাবে 'ঘরশত্রু বিভীষণে'র তকমা? কিংবা কে 'লোকসভার ব্য়র্থ নেতা' চিহ্নিত হবে? পারফরম্য়ান্স বিচারের এই যে প্রক্রিয়া তা কি তৃণমূলের অন্দরে সবাই মন থেকে মনে নিচ্ছেন? যেখানে তৃণমূল হেরেছে কিংবা পিছিয়ে পড়েছে তার দায় কি সেখানকার সংশ্লিষ্ট নেতারা মাথা পেতে নেবেন? ইংরেজবাজার পুরসভার চেয়ারম্য়ান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, "আমাদের ওপরে একজন ভোটকৌশলীরা ছিলেন। ভোটকৌশলীরা যেভাবে আমাদেরকে পরিচালনা করেছেন, আমরা ওইভাবেই পরিচালিত হয়েছি। আমাদেরকে যেমনভাবে পরিচালনা করেছেন, যা যা মোবাইলে মেসেজ দিয়েছেন আমরা সেইমতোই কাজ করেছি।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: জীবন ও স্বাস্থ্য বিমা থেকে GST প্রত্যাহারের দাবি, আন্দোলনের হুঁশিয়ারি মমতার