![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sheikh Shahjahan: সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট সার্কুলার
ED Sheikh Shahjahan LOC :শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি,দেশের সবকটি বিমানবন্দরে পাঠানো হল সার্কুলার।
![Sheikh Shahjahan: সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট সার্কুলার Lookout circular against TMC leader Sheikh Shahjahan after Sandeshkhali Attack incident Sheikh Shahjahan: সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট সার্কুলার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/06/ac31fb83c5d9c843641ad4db38472ed21704544534238484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে ইডির ওপর হামলার পর, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি (LOC)। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে সার্কুলার ইডির। দেশের সবকটি বিমানবন্দরে পাঠানো হল সার্কুলার।
তবে শুধু শেখ শাহজাহানই নন, তাঁর পরিবারের সদস্যদের নামেও লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। মূলত লুকআউট সার্কুলার বিষয়টি হল, এটি এমন একটি সার্কুলার বা লেটার, যেটা ভারত সরকার ব্যবহার করে থাকে যারা বিদেশে যাচ্ছেন বা বাইরে যাচ্ছেন, ইনভেস্টিগেটিং এজেন্সি বা পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনও মামলা করে রেখেছে কি না, তা ট্র্যাক করা এবং চেক করার জন্য।
গতকাল তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরেই সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবের ভয়াবহ অভিযোগ উঠেছে। এদিন ইডি,সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পায়নি কেউই। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই, ইতিমধ্য়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ট্যাগ করে ট্যুইট করে বিস্ফোরক দাবি করেন তিনি। ইডি,সিআরপিএফ জওয়ানের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই দায়ি করেন বিরোধী দলনেতা।
সন্দেশখালির ঘটনা নিয়ে শুভেন্দুর পোস্ট, 'প্রবল চাপের মধ্যেও গুলি না চালিয়ে সংযম দেখিয়েছে সিআরপিএফ। জীবনের ঝুঁকি নিয়ে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলেছে সিআরপিএফ। আরেকটা শীতলকুচির মতো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল মমতার। সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন বীর জওয়ানরা', পোস্ট বিরোধী দলনেতার। পাশাপাশি এদিন বেলডাঙার সভায় শুভেন্দু বলেছেন, 'পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, উদ্বেগপ্রকাশ করেছেন খোদ রাজ্যপাল। শেখ শাহজাহানের বাড়িতে ইডি যেতেই হামলা চালিয়েছে। আগে থেকে হয়তো খবর পেয়েছিলেন শেখ শাহজাহান, মমতার পুলিশ জানিয়ে দিয়েছিল। খবর পেয়ে পালিয়ে গিয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, উদ্বেগপ্রকাশ করেছেন খোদ রাজ্যপাল। শেখ শাহজাহানের বাড়িতে ইডি যেতেই হামলা চালিয়েছে। আগে থেকে হয়তো খবর পেয়েছিলেন শেখ শাহজাহান, মমতার পুলিশ জানিয়ে দিয়েছিল। খবর পেয়ে পালিয়ে গিয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান।'
আরও পড়ুন, ফের আক্রান্ত ইডি, সন্দেশখালির পর এবার বনগাঁ
বিরোধী দলেনেতার সংযোজন, 'তৃণমূল নেতা শেখ শাহজাহান মাফিয়া-ডন, আগে সিপিএম করতেন।বাংলাদেশে মাদক ও অস্ত্র পাচার করেন শাহজাহান, অভিযোগ শুভেন্দুর।' তৃণমূল নেতাকে বাঁচাতে ইডির ওপর হামলা। আমরা এদের ছাড়ব না, মাফিয়া-রাজ খতম করব, হুঙ্কার শুভেন্দুর। 'সবক্ষেত্রে লুঠ করেছে, চোরদের সাফ করতে হবে। মানুষের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল,চোরমুক্ত বাংলা গড়তে হবে। তদন্ত করতে এসে আক্রান্ত ইডি, রাজ্যে কোথায় আইনশৃঙ্খলা?' প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)