Madan Mitra In Acting : ' উত্তমকুমার ছাড়া সবাইকে আমি রিপ্লেস করে দিতে পারি'...বললেন অভিনেতা মদন
Madan Mitra In Bengali Film : বলছেন, ভাল চরিত্র পেলে মাত করে দেবেন। প্রত্যয়ী সুরেই বলছেন, ' উত্তমকুমার ছাড়া সবাইকে আমি রিপ্লেস করে দিতে পারি'
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কখনও তাঁর মুখে ফিল্মি ডায়লগ, কখনও আবার গান ও লাভলি (Oh Lovely) । সম্প্রতি গেয়েছেন রবীন্দ্রসঙ্গীতও। নেতা-বিধায়ক-নায়ক থেকে গায়ক। এই হচ্ছেন মদন মিত্র (Madan Mitra)। ওহ্ লাভলি হিট দেওয়ার পরে তাঁর গলায় রবীন্দ্রসঙ্গীতও হিট।দলে তিনি 'রঙিন' মানুষ বলেই পরিচিত। তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করলেই হুড়মুড়িয়ে পড়ে লইক। বন্যা বয় কমেন্টের। এ হেন মদন মিত্র এবার অভিনয়ে। এবার সিনেমায় পা রাখলেন মদন মিত্র। সারা কলকাতা যখন করোনা (Coronavirus) আতঙ্কে কাঁপছে, তখন 'MM' ব্যস্ত ডাবিং-এ। পরপর আউড়াচ্ছেন ছবির সংলাপ। এক্কেবারে দুর্দান্ত মেজাজে। হাসছেন এক্কেবারে ফিল্মি কায়দায়। বলছেন, ভাল চরিত্র পেলে মাত করে দেবেন। প্রত্যয়ী সুরেই বলছেন, ' উত্তমকুমার ছাড়া সবাইকে আমি রিপ্লেস করে দিতে পারি' ।
মদন মিত্র মানেই চমক। কখনও নায়িকাদের সঙ্গে গঙ্গাবক্ষে বসন্ত উৎসবে মাতেন। কখনও মিউজিক ভিডিওয় মাত করেন আম জনতাকে। তাঁকে নিয়ে বায়োপিক তৈরির সিদ্ধান্তও পাকা। বিধানসভা ভোটের ( Assembly Election) আগে তাঁর গঙ্গা-সফর রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল। এবার সেই মদন মিত্র পথচলা শুরু করলেন চলচ্চিত্রে। বুধবার লেকগার্ডেন্সের এক স্টুডিওতে ডাবিং করতে দেখা গেল কামারহাটির বিধায়ককে (MLA Of Kamarhati)।
আরও পড়ুন :
তৃতীয়বার করোনা আক্রান্ত অগ্নিমিত্রা পাল
'হচপচ' নামে ঘণ্টা দেড়েকের সিনেমায় স্বনামেই পর্দায় দেখা মিলবে কামারহাটির বিধায়কের। অতিথি শিল্পী হিসেবে কিছুক্ষণের অ্যাপিয়ারেন্স। আর তাতেই মদন ধরা দিলেন খোশ মেজাজে। কামারহাটির বিধায়ক কথায় কথায় গান ধরেন। অভিনেতা মদনের গলায় সুরের ফুলঝুরি। রুপোলি পর্দায় মদনের এই অভিষেক আম জনতার কাছে মুক্তি পাবে মে মাসে। কিন্তু তার ঢের আগে স্টুডিওতে মদন মিত্রকে দেখা গেল নিজের মেজাজে। সবকিছুর মাঝেই বলে উঠছেন 'ও লাভলি' । সব দেখে শুনে আপাতত কামারহাটির তৃণমূল বিধায়কের ফ্যান-ফলোয়াররা একটাই কথা বলছেন, ওহ্ লাভলি!