(Source: ECI/ABP News/ABP Majha)
Madan Mitra: দিলীপের কাঁচা বাঁশ মন্তব্যে পাল্টা মদন-দাওয়াই
Dilip Ghosh: তাঁর মন্তব্য নিয়ে জলঘোলা হলেও নিজের মন্তব্যে অনড় দিলীপ ঘোষ। ফের নিজের বক্তব্যের সমর্থনেই মুখ খোলেন তিনি।
কলকাতা: এবার বাঁশ-দাওয়াইয়ের পাল্টা। ২৪ ঘণ্টায় আগেই বাঁকুড়ায় একটি সভা থেকে পঞ্চায়েত ভোটে কাঁচা বাঁশের দাওয়াই বাতলেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। এবার তারই পাল্টা দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।
মদনের পাল্টা:
এদিন একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। সেই ভিডিওয় দেখা যাচ্ছে একটি সভায় মদন মিত্র বলছেন, 'হেরিটেজ পুজোর পর হেরিটেজ ঝামেলা হবে। এক নেতা বলছেন পুজোর আগে কচি বাঁশ কিনেছেন। আমি বলছি, উনি বাঁশের ব্যবহার জানেন না। উনি কিনুন, আমি ব্যবহার করে দেখিয়ে দেব।' নাম না করে দিলীপ ঘোষকেই নিশানা করেছেন কামারহাটির বিধায়ক।
কোন মন্তব্যের পাল্টা:
রবিবার বাঁকুড়ায় নবান্ন অভিযানের একটি প্রস্তুতি সভায় গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, 'খালি হাতে যাব না। কাঁচা বাঁশ নিয়ে যাব। বাঁশ কেটে রাখুন শুকোবেন না। পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ করতে এলে কাঁচা বাঁশ তৈরি রাখুন।' এর আগে পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল ভোট লুঠ করেছিল বলে অভিযোগ করেন তিনি। এবারও সেই ঘটনা রুখতে এভাবেই তৈরি থাকার কথা বলেন দিলীপ।
দিলীপের বক্তব্য নিয়ে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের তরফে এমন বক্তব্যের সমালোচনা করা হয়েছে। তারপরেও নিজের বক্তব্যে অনড় রয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, 'গায়ের জোরে ভোট করতে এলে লাঠিই একমাত্র রাস্তা। বাংলায় গণতান্ত্রিক লড়াই হবে না। লড়াই হবে মাঠে বাঁশ দিয়ে, তাই কর্মীদের কাঁচা বাঁশ তৈরি রাখতে বলেছি।'
দিলীপের বাঁশ-মন্তব্যে মদন মিত্র চরমপন্থা নিলেও মন্ত্রী ফিরহাদ হাকিমের অস্ত্র অবশ্য গাঁধীগিরি। ফিরহাদ বলেন, 'সাধারণ মানুষকে মারবেন না, আমরা মার খেতে তৈরি আছি।'
আরও পড়ুন: রাত পেরোলেই বিজেপির নবান্ন অভিযান, পুজোর আগে চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা