Bengal Cabinet Reshuffle: 'অভিষেক-ঘনিষ্ঠ নন এমন লোক দলে প্রায় নেই-ই', মন্ত্রিসভায় রদবদলের মুখে বার্তা মদন মিত্রের
Madan Mitra On Abhisekh Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ব্যানার, মুখ। কিন্তু প্রধান সেনাপতি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়', রাজ্যে মন্ত্রিসভা রদবদলের আগের দিন বার্তা কামারহাটির বিধায়ক মদন মিত্রের।
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ' (mamata banerjee) আমাদের ব্যানার, মুখ। কিন্তু প্রধান সেনাপতি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhisekh banerjee)', রাজ্যে মন্ত্রিসভা রদবদলের আগের দিন বার্তা কামারহাটির বিধায়ক মদন মিত্রের (madan mitra)। তা হলে রাজ্য মন্ত্রিসভায় অভিষেক-ঘনিষ্ঠরাই জায়গা পেতে চলেছেন? এবার কিছুটা ধোঁয়াশা রেখে পোড়খাওয়া রাজনীতিবিদের উত্তর, 'দলে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ নন এমন লোক নেই বললেই চলে। সকলে অভিষেক-ঘনিষ্ঠ, আমিও ঘনিষ্ঠ।' কথায় কথায় আরও অনেক কিছুই বললেন এবিপি আনন্দকে।
বুধবার রদবদল...
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার বিকেলে মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি ঘোষণা করা হবে। কে কোন মন্ত্রক পাবেন আর কার হাত থেকে মন্ত্রিত্ব যাবে, সেটা অবশ্য আগের দিন খোলসা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এটুকু জানিয়েছেন, ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে দলের কাজে লাগানো হবে। ৫-৬ জনকে নতুন নিয়ে আসা হবে। রাজনৈতিক মহলের জল্পনা, প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির পর নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতেই এই রদবদলের সিদ্ধান্ত। মদন মিত্রকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'একই ক্যাসেট শুনতে শুনতে, ঘরে নতুন বউ এলে ঘরটা আলো আলো লাগে। তেমনই নতুন মন্ত্রী যাঁরা হবেন মানুষ তাঁদের দেখবেন, তাঁদের পারফরম্যান্স দেখবেন।' তাঁর মতে, এর ফলে ভাবমূর্তি ভালো তো হবেই। সার্বিক ভাবে সিস্টেমও ভাল হবে, কাজ ভাল হবে। একটা নিয়মানুবর্তিতা আসবে।
নিজেকে নিয়ে...
কখনও ফেসবুক লাইভ, কখনও বা অন্য কিছু। মদন মিত্র নিজেও নানা কারণে বার বার বিতর্কে জড়িয়েছেন। প্রসঙ্গটি তুলে কামারহাটির বিধায়ক এবিপি আনন্দকে বললেন, 'আমি অনেক কিছু বলি, রঙ্গরসের কথা বলি, গান বলি....কিন্তু দলবিরোধী কথা বলি না। ২৩ মাস কাস্টডি-তে ছিলাম, আমি শুভেন্দু অধিকারী নই। আমি গদ্দার নই, আমি ইমানদার।'
পার্থ চট্টোপাধ্য়ায় প্রসঙ্গে...
'পার্থ আমার সিনিয়র, কিন্তু খুবই বন্ধু। ওঁর সম্পর্কে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা দুঃখের। তবে বাস্তবটা বড় কঠিন', স্পষ্ট বক্তব্য পোড়খাওয়া রাজনীতিবিদের।
মন্ত্রিসভা রদবদলের আগে আপাতত এটুকুই বার্তা কামারহাটির বিধায়কের। বাকিটা স্পষ্ট হতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।
আরও পড়ুন:রাজ্যে আক্রান্ত বেড়ে আচমকাই দ্বিগুণ, কোভিডে কোথায় দাঁড়িয়ে মৃত্যু ?