Madhyamik Exam 2025: বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলেন, অ্যাডমিট কার্ডের ছবি দেখে সন্দেহ, হাতেনাতে ধরা পড়লেন দিদি
Hooghly News: রীক্ষার হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো। তারপরই তাঁকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চন্ডীতলা থানার পুলিশ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষার্থী দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন দিদি। অ্যাডমিট কার্ডে সঙ্গে মুখের মিল না থাকায় সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে সত্যি। অপরাধ শিকার করে নেন কলেজ পড়ুয়া দিদি।
বোন মাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষা কেন্দ্রে হাজির দিদি। পরীক্ষার হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো। তারপরই তাঁকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চন্ডীতলা থানার পুলিশ। মাধ্যমিক পরীক্ষার ইমারজেন্সি রেসপন্স টিমের দায়িত্বপ্রাপ্ত কৌশিক শীল চন্ডীতলা থানায় এসে বলেন, "গরলগাছা গার্লস হাইস্কুলে পরীক্ষা ছিল। সেখানেই এক ছাত্রীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে ঢুকে পড়ে। ইনভিজিলেটর যিনি ছিলেন তিনি অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে দেখেন ছবির সঙ্গে মুখের মিল নেই। তখনই তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় পরীক্ষার্থীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে এসেছে। তারপর পুলিশকে জানানো হয়। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি বিষয়টাকে ধরা গেছে। যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হয়েছে। হুগলি গ্রামীন পুলিশ সূত্রে খবর, শিক্ষা দফতর থেকে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের হওয়ার পরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।''
গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এবছরের মাধ্য়মিক। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। মধ্য় শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্য়ে ছাত্রদের সংখ্য়া ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্য়া ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। সোমবার কলকাতার বিভিন্ন স্কুলে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পরীক্ষার্থীদের হাতে গোলাপ এবং লজেন্স তুলে দেন তিনি। মাইকেল নগর শিক্ষানিকেতনে যান মধ্য়শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিকে, মাধ্য়মিক পরীক্ষার্থীদের যাতায়াতে সুবিধার জন্য়, বিভিন্ন ব্য়বস্থা নিয়েছে রাজ্য় প্রশাসন। কিনতু, মাধ্য়মিক চলাকালীন, চলতি সপ্তাহে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা কয়েকদিন বন্ধ থাকছে। ফলে মেট্রোয় যাতায়াতকারী ছাত্র-ছাত্রীদের সমস্য়ায় পড়ার যথেষ্ট আশঙ্কা থেকেই যাচ্ছে।
আরও পড়ুন: Maipaith Tiger Fear: ধরা পড়ল রয়্যাল বেঙ্গল, বন দফতরের পাতা খাঁচায় বন্দি পূর্ণবয়স্ক বাঘ






















