Madhyamik Exam Result 2024 : পার্টির হোলটাইমারের ছেলে মাধ্যমিকে তৃতীয়, 'লেনিন'-এর উচ্চশিক্ষার ভার নিল সিপিএম
Udayan Prasad : 'লেনিন'এর কোনও স্বপ্নই বৃথা হতে দিতে চান না তাঁরা। আগাগোড়া বামপন্থী মনোভাবে বড় হয়ে ওঠা উদয়নের। বাবা সিপিএমের হোলটাইমার।
মুন্না আগরওয়াল, বালুরঘাট: বৃহস্পতিবারই মাধ্যমিকের ফল বেরিয়েছে। পরীক্ষার ৮০ দিনের মাথায় ফল প্রকাশ হয়েছে। এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। মেধা তালিকায় থাকা অনেকের মুখেই শোনা গেল, ডাক্তারি পড়ার স্বপ্নের কথা। এবার মেধা তালিকায় ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ৩ জন। তার মধ্যে একজন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ। তাঁরও স্বপ্ন মানুষের চিকিৎসা করা। পড়াশোনার পাশাপাশি সামাজিক বিভিন্ন বিষয়ে বেশ সচেতন উদয়ন।
সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে উদয়ন বিজ্ঞান শাখায় পড়াশোনা করবে একাদশ-দ্বাদশে । তারপর ইচ্ছে ডাক্তারি পড়ার। মধ্যবিত্ত পরিবার থেকে ডাক্তারি পড়ার স্বপ্ন বাস্তব করা খুব সহজ নয়। তবে বাবা-মা উৎসাহ জুগিয়ে গিয়েছেন সবসময়ই। তাঁদের আদরের ছেলে, পাড়ার আদরের 'লেনিন'এর কোনও স্বপ্নই বৃথা হতে দিতে চান না তাঁরা। আগাগোড়া বামপন্থী মনোভাবে বড় হয়ে ওঠা উদয়নের। বাবা সিপিএমের হোলটাইমার।
উদয়ন নিজেই জানান, তাঁর বাবা সিপিএমের হোল টাইমার৷। মা সংসার সামলান। পরিবারে আর্থিক টানাপোড়েন আছে , কিন্তু উদয়নের পড়াশোনায় তার প্রভাব পড়তে দেননি। প্রত্যেক বাবা-মায়ের মতোই ছেলের স্বপ্ন স্বার্থক করতে চান তাঁরা। মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করার পর এবার এগিয়ে এল সিপিএম-ও। উদয়নের পড়াশোনার ভার নিল দল।
দক্ষিণ দিনাজপুর জেলা সিপিআইএম জেলা কার্যালয়ে শুক্রবার যান উদয়ন। সঙ্গে বাবা। সেখানে মাধ্যমিকের রাজ্যে তৃতীয় স্থান অধিকারী উদয়ন প্রসাদকে সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে করা হয় এক বড় ঘোষণা। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নির্দেশে জেলা সিপিআইএম নেতৃত্ব উদয়ন প্রসাদের আগামী দিনের উচ্চশিক্ষার সমস্ত আর্থিক ভার গ্রহণ করার কথা ঘোষণা করে। এই ঘোষণায় খুশির হাওয়া প্রসাদ-পরিবারে। উদয়ন প্রসাদ এবং তার বাবা পিতা উমেশ প্রসাদ উচ্ছ্বসিত। জানালেন, তার একার পক্ষে ছেলের ডাক্তারি পড়ার স্বপ্ন সফল করা সম্ভব হয়ে উঠতো না যদি না দল পাশে দাঁড়াত !
গতকালই বালুরঘাটের বিদায়ী সাংসদ , বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের থেকে ফোন পান উদয়ন। একেবারে বালুরঘাটের ঢঙেই সুকান্ত তাঁর সঙ্গে ফোনে কথা বলেন। আগামীদিনে স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার উৎসাহ দেন। সেই সঙ্গে কথা দেন, ভোট মিটলে তাঁর বাড়ি গিয়ে দেখা করার।
সবমিলিয়ে পার্টি-নির্বিশেষে কৃতী ছেলের পাশে দাঁড়িয়েছে বালুরঘাট। এটাই 'লেনিন'-এর সার্থকতা।