Madan Mitra: মহালয়ায় শুভেন্দু- দিলীপের ছবিতে মালা দিয়ে বাবুঘাটে তর্পণ মদন মিত্রের
Madan Mitra On Mahalaya: মদন মিত্রর দাবি, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।
![Madan Mitra: মহালয়ায় শুভেন্দু- দিলীপের ছবিতে মালা দিয়ে বাবুঘাটে তর্পণ মদন মিত্রের Mahalaya Madan Mitra offer tarpan at babughat garland to suvendu adhikari dilip ghosh Madan Mitra: মহালয়ায় শুভেন্দু- দিলীপের ছবিতে মালা দিয়ে বাবুঘাটে তর্পণ মদন মিত্রের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/25/33eabc4042579769062b31966daf07111664091637539223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হিন্দোল দে, কলকাতা: আজ মহালয়া (Mahalaya)৷ পিতৃপক্ষের অবসান৷ আগামীকাল থেকে দেবীপক্ষের সূচনা। আগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু৷ সেই আবহে এদিন বাবুঘাটে তর্পণ করলেন মদন মিত্র (Madan Mitra)। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও দিলীপ ঘোষের (Dilip Ghosh) ছবিতে মালা দিয়ে বিজেপির রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি করে তর্পণ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। যদিও মদন মিত্রর দাবি, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।
কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, "এরা ব্যক্তিগত জীবনে সুস্থ থাকুন। আমাদের বিরোধী দলনেতা উনি রেজিস্টার মেনটেন করতে থাকুন। আগামী বছর যখন পঞ্চায়েত নির্বাচন হবে তারপর তর্পণ করতে আর কোনও বিজেপিকে নেতাকে পাওয়া যাবে না। কিন্তু বার বার বলছি যাঁদের ছবি দেখছেন, বাংলার মানুষরা যাঁদের প্রতি বীতশ্রদ্ধ, সেই প্রণম্য মানুষরা সুস্থ থাকুন, পরিবারে ভাল থাকুন, দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু রাজনৈতিক তান্ডব,সন্ত্রাস তার অবসান ঘটুক। সেই কারণেই তর্পণ। বিজেপির রাজনৈতিক অপমৃত্যুর তর্পণ।"
অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "যাঁর নিজের রাজনৈতিক জীবন সমাপ্ত হতে চলেছে, সেই আশংকায় এখন নানা প্রমাদ করছেন। জিরো থেকে হিরো হওয়ার জন্য এই বক্তব্য। মহালয়ার এই দিনটিকেও রাজনৈতিক রঙে রাঙাচ্ছে। এই সমস্ত কাজ তামাসা ছাড়া আর কিচ্ছু নয়।"
আরও পড়ুন, বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ, মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু
এদিকে, আহিরীটোলা ঘাটে তর্পণ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। গোটা দেশের কাছে রাজ্যের মানুষকে যেন আর হেয় না হতে হয়, মহালয়ায় এটাই প্রার্থনা, কটাক্ষ বিজেপি নেতার। এ প্রসঙ্গে শমীক ভট্টাচার্যকে পাল্টা প্রশ্ন শশী পাঁজার। তিনি বলেন, "এত দিনে কেন বাংলার কথা মনে পড়ল?"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)