Maheshtala : মহেশতলায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা ও দুই ছেলের
Maheshtala : স্থানীয়দের দাবি, গতকাল গভীর রাতে আক্রার কৃষ্ণনগর পূর্বপাড়ার মণ্ডলবাড়িতে আগুন লাগে
মহেশতলা : গভীর রাতে মহেশতলার (Maheshtala) আক্রায় বাড়িতে আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে মা ও দুই ছেলের।
স্থানীয়দের দাবি, গতকাল গভীর রাতে আক্রার কৃষ্ণনগর পূর্বপাড়ার মণ্ডলবাড়িতে আগুন লাগে। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এর পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন । কিন্তু, স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রথমে স্থানীয়রা কেউ বলতে পারছিলেন না, বাড়ির ভিতরে কেউ আছেন কি না। পরে স্থানীয়রা দেখেন, ভেতরে ধ্বংসস্তূপে মা ও দুই ছেলের দেহ পড়ে রয়েছে। পরে মহেশতলা থানার পুলিশ তিনটি দেহই উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে। কীভাবে আগুন লেগেছে তা বোঝা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের জেরে এই দুর্ঘটনা।
আরও পড়ুন ; জরুরি নম্বরে গুরুত্বপূর্ণ বদল, এবার এক ফোনেই পুলিশ-দমকল-হাসপাতাল
আগের রাতেই শহরে (Kolkata News) অগ্নিকাণ্ডের (Kolkata Fire) ঘটনা ঘটে। তাও আবার একরাতে দু'-দু'বার। তবে হতাহতের কোনও খবর মেলেনি। দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলবাহিনী।
শুক্রবার রাত ১২টা নাগাদ প্রথমে পোস্তার শুকলাল জহুরি রোডে একটি কাপড়ের গুদামে আগুন লাগার খবর সামনে আসে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। প্রায় একঘণ্টার চেষ্টায় সেখানে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
গত পরশু রাত ১টা নাগাদ মহর্ষি দেবেন্দ্র রোডে একটি চটের গুদামে ধোঁয়া আর আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলের ৩টি ইঞ্জিন সেখানে ছুটে আসে। তার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার কারণ জানা যায়নি।
এর আগে, গত ২২ মার্চ নিউ আলিপুরে একটি রঙের গুদামে আগুন লাগে। গুদাম লাগোয়া ঝুপড়ি এলাকায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে, তার জন্য় যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজে নামে দমকল বাহিনী। দুই দিক থেকে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। কিন্তু ভয়াবহ আগুনে ভেঙে পড়ে গুদামের একাংশ। রাসায়নিক থাকায় দ্রুত ছড়াতে শুরু করে আগুন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক জন অসুস্থও হয়ে পড়েন।