Malda: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনা! রেলকর্মীর তৎপরতায় রক্ষা!
Vande Bharat Accident:মালদা টাউন স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় দুর্ঘটনা।
করুণাময় সিংহ, মালদা: চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে ওঠার সময় দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা যাত্রীর। যাত্রী ও রেলসুরক্ষা কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচেন ওই যাত্রী। মালদা টাউন স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় দুর্ঘটনা। গতকাল সন্ধেবেলায় দুর্ঘটনা ঘটে।
কোনওক্রমে রক্ষা:
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারাতে বসেছিলেন এক যাত্রী। তবে প্লাটফর্মে উপস্থিত যাত্রী ও রেল সুরক্ষা কর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি। শনিবার সন্ধে ছ'টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনে। রেল সূত্রে খবর, এদিন ডাউন বন্দে ভারত এক্সপ্রেস মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামে বছর চল্লিশের এক যাত্রী দৌড়ে ট্রেনে উঠতে যান। তবে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকা অংশে ঢুকে যান তিনি। উপস্থিত রেলকর্মী ও যাত্রীদের তৎপরতায় রক্ষা পান তিনি। রেলসূত্রে খবর, কোনও ভাবে আহত হননি তিনি।
চলতি মাসেই একই ঘটনা:
জানুয়ারিতেই মালদা ডিভিশনে আরপিএফের তৎপরতায় জীবন বেঁচেছিল এক বৃদ্ধ দম্পতির। মালদার লেডি কনস্টেবল, সুলতা মণ্ডল একজন বৃদ্ধ দম্পতি যাত্রীর জীবন বাঁচিয়েছেন। এদিন ঠিক দুপুর ২.২০ নাগাদ কাঞ্চনজঙ্ঘা (১৩১৭৫) এক্সপ্রেস ট্রেনটি মালদা রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার সময় সেই বৃদ্ধ দম্পতি তাড়াহুড়ো করে ধীর গতিতে চলমান ট্রেনের বগিতে ওঠার চেষ্টা করেন, কিন্তু হঠাৎ বৃদ্ধ মহিলা যাত্রী প্ল্যাটফর্মে পিছলে পড়ে যান এবং তিনি ট্রেন এবং প্ল্যাটফর্ম প্রান্তের মাঝখানের ফাঁকে পড়ে যেতেন কিন্তু তৎক্ষণাৎ কর্তব্যরত 'মেরি সহেলি' দলের লেডি কনস্টেবল সুলতা মণ্ডল এবং একজন যাত্রীর তাৎক্ষণিক পদক্ষেপে মহিলা যাত্রীর মূল্যবান জীবন বাঁচানো হয়। পরবর্তীতে ওই বৃদ্ধ দম্পতি যাত্রীকে ট্রেনে ওঠানোর ব্যবস্থা করা হয়। কোনও আঘাতের খবর পাওয়া যায়নি।
পাথর ছুড়ে 'বন্দে ভারত এক্সপ্রেসে' বারবার হামলা:
বাংলায় যেমন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে 'বন্দে ভারত এক্সপ্রেস' চলতে শুরু করেছে, তেমনই অন্ধ্রপ্রদেশেও 'বন্দে ভারত এক্সপ্রেস' এক্সপ্রেসের উদ্বোধন হওয়ার কথা। সেকেন্দ্রাবাদ এবং বিশাখাপত্তনমের (Visakhapatnam) মধ্যে চলবহে ট্রেনটি। আগামী ১৫ জানুয়ারি বিশাখাপত্তনমে ট্রেনটির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। তার আগে স্টেশনে নিয়ে আসার পথেই হামলার শিকার হল 'বন্দে ভারত এক্সপ্রেস' (Vande Bharat Express)। প্রাথমিক তদন্তের পর, রেলওয়ে প্রোটেকশন গ্রুপ (RPF) জানিয়েছে, ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে। তাই উদ্বোধনের আগে রক্ষণাবেক্ষণের জন্য বিশাখাপত্তনম স্টেশন থেকে মারিপালেমের ওয়র্ক শপে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই পাথকর ছুড়ে হামলা করা হয়। তাতে একটি কামরার দু'টি জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইচ্ছাকৃত ভাবে উৎপাত ঘটাতেই পাথর ছোড়া হয়েছে বলে দাবি আরপিএফ-এর।
আরও পড়ুন: ফের টেস্ট পেপারে কাশ্মীর-বিতর্ক, সমালোচনার মুখে ভুল স্বীকার শিক্ষক সংগঠনের