Mid Day Meal Theft: এবার মিড ডে মিল চুরির অভিযোগ, ক্যামেরা দেখেই বাইক নিয়ে উধাও প্রধান শিক্ষক
Malda News: দেখেই বাইক নিয়ে পালিয়ে যান প্রধান শিক্ষক। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক।
করুণাময় সিংহ, মালদা: ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবার মিড ডে মিল চুরির (Mid Day Meal Theft) অভিযোগ উঠল মালদায়। ইংরেজবাজারের ঝঞ্ঝাকুমার বিদ্যাপীঠের ঘটনা। প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরি ও হিসেব গরমিলের অভিযোগ। ইংরেজবাজার থানা, মালদার জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করলেন মিড ডে মিলের নোডাল শিক্ষকরা। ক্যামেরা দেখেই বাইক নিয়ে পালিয়ে যান প্রধান শিক্ষক। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক।
মিড ডে মিল চুরির অভিযোগ: জানা যায় ২০২২ সালের মার্চ মাসে স্টাফ কাউন্সিল দ্বারা নির্বাচিত হয়ে ওই বিদ্যালয়ের দুই শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল এবং ভিক্টর কুন্ডু মিড ডে মিলের নোডাল শিক্ষক হিসাবে দায়িত্ব পান। এই দায়িত্বে থাকার সময় তাঁদের নজরে আছে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার কুন্ডু মিড ডে মিল চাল তছরুপ এবং হিসেব গরমিল করছেন। ঘটনার বহুবার প্রতিবাদ করলেও ফল মেলেনি। এরপরই ওই বিদ্যালয়ের দুই নোডাল শিক্ষক মালদার জেলাশাসক, ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান এবং ইংলিশ বাজার থানায় ঘটনার তদন্ত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার কুন্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি। তার সঙ্গে যোগাযোগ করতে বিদ্যালয়ে যাওয়া হলেও ক্যামেরা দেখেই বাইক নিয়ে ছুটে পালান তিনি।
আর এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ এই তৃণমূল দল সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে লাঠে তুলে দিয়েছে। তাই আমরা চারিদিকে দেখছি মিড ডে মিলের টাকা চুরি ট্যাবের টাকা চুরি শুরু হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি বাংলার মুখ্যমন্ত্রী চান মিড ডে মিল যাতে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় সঠিকভাবে বণ্টন হয়। এরপরও যদি মিড ডে মিলের বিরুদ্ধে কোনও দুর্নীতি হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মিড ডে মিলের চাল তছরুপের যে অভিযোগ উঠছে আমরা চাই সঠিকভাবে এই ঘটনার তদন্ত হোক এবং ছাত্র-ছাত্রীদের কাছে মিড ডে মিলের খাবার পৌঁছে যাক। এই ঘটনায় তদন্তে নির্দেশ দিয়েছেন মালদা জেলা শাসক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ডের একশো দিন, অভয়া মঞ্চের ডাকে একগুচ্ছ কর্মসূচি