Malda News : আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে পাকড়াও, মালদায় পুলিশের জালে অস্ত্র কারবারি
Arms Recovered : পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে ওই ব্যবসায়ী মালদার দিকে যাচ্ছিল বলেই জানা যাচ্ছে।
করুণাময় সিংহ, মালদা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রাক্কালে যেন থামছেই না অস্ত্র, গুলি উদ্ধারের ধারা। ফের একবার মালদা থেকে গ্রেফতার করা হয়েছে এক অস্ত্র পাচারকারীকে (Arms Supplier Arrested)। আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে তাঁকে পাকড়াও করেছে রাজ্য পুলিশের এসটিএফ (Police)। জানা যাচ্ছে, কালিয়াচক থেকে চারটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এই অস্ত্র ব্যবসায়ীকে। পুলিশ জানাচ্ছে, ধৃথ অস্ত্র ব্যবসায়ীর নাম হাকিমুল শেখ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কালিয়াচক থানার খাস চাঁদপুর গ্রামের বাসিন্দা গ্রেফতার হওয়া অস্ত্র ব্যবসায়ী হাকিমুখ শেখ। বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে ওই ব্যবসায়ী মালদার দিকে যাচ্ছিল বলেই জানা যাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, মালদায় অস্ত্র বিক্রিরই পরিকল্পনা ছিল ওই অস্ত্র ব্যবসায়ীর। প্রসঙ্গত, উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকমাস আগেই বলেছিলেন, বাইরের রাজ্য থেকে অস্ত্র রাজ্যে নিয়ে এসে অশান্তি ছড়ানোর চেষ্টা চালানো হয়ে থাকে। তাই যেন বিভিন্ন রাজ্য সীমানা এলাকাতে পুলিশের তরফে কড়া নজরদারি চালানো হয়।
এমনিতেই রাজ্যের দুয়ারে পঞ্চায়েত ভোট। কলকাতা হাইকোর্টের তরফে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও নিষেধের বার্তা না দেওয়ার জেরে প্রশাসনের তরফে জোরকদমে শুরু হয়ে গিয়েছে ভোট প্রস্তুতি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আগামী মে মাসে রাজ্যে হতে পারে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ভোট শান্তিপূর্ণ করার লক্ষ্যে ইতিমধ্যে রাজ্যের একাধিক জায়গায় চালু হয়ে গিয়েছে পুলিশের তরফে কড়া নজরদারি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র, গুলি, বোমা উদ্ধারের রেশ রয়েছে জারি। এর মাঝেই ফের মালদা থেকে গ্রেফতার করা হল এক অস্ত্র ব্যবসায়ীকে।
আরও পড়ুন- কাল থেকে শুরু দুয়ারে সরকার, মিলবে চারটি নতুন প্রকল্পের পরিষেবা
এদিনই ফের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে বীরভূমেও (Birbhum)। এবার মারগ্রাম থানা এলাকার বীরভূম-মুর্শিদাবাদ জেলার সীমান্তে এই ঘটনা প্রকাশ্যে এসেছে। এত পরিমাণ অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ? তদন্ত করে দেখছে পুলিশ। প্রসঙ্গত, এর আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় হরিদেবপুরকাণ্ডে ফিরহাদ হাকিম বলেছিলেন, 'অস্ত্র আসছে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ থেকে।' তবে এবার এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাতেও সেই প্রশ্নই উঠেছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কালীদহ গ্রামে কাছে নাকা চেকিং চালানোর সময় মুর্শেদ খান নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ (Police)। তাঁর কাছ থেকে ৫ দেশি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।