Civic Volunteer: ফের 'দাদাগিরি' সিভিক ভলান্টিয়ারের! দাবিমতো টাকা না দেওয়ায় গাড়ি চালককে বেধড়ক মার, জখম হাত
Malda News:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ি চালক ব্যবসায়ীদের গরু ডালখোলা হাট থেকে নিয়ে আসছিলেন। সঙ্গে ছিল গাড়ির মালিক।

করুণাময় সিংহ, মালদা: সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি! তাদের দাবিমতো টাকা না দেওয়ায় গাড়ি চালককে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর থানার কর্তব্যরত তিন সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা পয়েন্টে। জখম গাড়ি চালক। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর থানায় অভিযোগ দায়ের করেছেন চালক। জখম গাড়ি চালকের নাম রুহুল আলী। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে।
চৌকির ওপর ফেলে লরি চালককে মারধর করছেন ২ সিভিক ভলান্টিয়ার। পাশেই দাঁড়িয়ে রয়েছেন আরও ১ জন। পিছন পিছন ছুটে এসে ঘটনার ভিডিও রেকর্ড করছেন লরির খালাসি, তা দেখতে পেয়েই, খালাসির দিকে তেড়ে গেলেন এই সিভিক ভলান্টিয়ার। মালদার হরিশ্চন্দ্রপুরে সিভিক ভলান্টিয়াদের এই দাদাগিরির ভিডিও ভাইরাল হতেই তৈরি হয়েছে বিতর্ক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ি চালক ব্যবসায়ীদের গরু ডালখোলা হাট থেকে নিয়ে আসছিলেন। সঙ্গে ছিল গাড়ির মালিক। ভেলা বাড়ি নাকা পয়েন্টে তিন সিভিক গাড়ি আটকান। এক হাজার টাকা দাবি করেন। চালক পাঁচশ টাকা দিতে চাইলে সেই টাকা নিতে অস্বীকার করেন সিভিক। এরপর সিভিক চালককে গাড়ি থেকে নামিয়ে নাকা পয়েন্টের ভিতরে ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করে। চালকের হাত জখম করে দেন। হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসা করান।
আরও পড়ুন, ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল এলাকা! রিল বানানোর নেশায় উড়ল গোটা বাড়ি, চতুর্দিকে গ্যাসের গন্ধ
আক্রান্ত লরি চালক রুহুল আলি বলেন, 'আমি ৫০০ টাকা দিচ্ছি নেবে না। বলছে ১ হাজার টাকা নেব। সিভিক চাইছে। ৩ জন। আমাকে গাড়ি থেকে টেনে ক্যাম্পে নিয়ে গিয়ে মেরে জখম করে দিল।'
মালদার হরিশ্চন্দ্রপুর থানার তিন সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরির এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার পুলিশ সুপারকে দেওয়া হরিশ্চন্দ্রপুর থানার IC-র রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত ৩ সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
