Gwalior Building: ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল এলাকা! রিল বানানোর নেশায় উড়ল গোটা বাড়ি, চতুর্দিকে গ্যাসের গন্ধ
Building Blast: তদন্তে জানা গেছে যে বিস্ফোরণের শিকার দু'জনই রিল বানান। তাদের ভিডিওতে স্পেশাল এফেক্ট তৈরি করতে অত্যন্ত দাহ্য রান্নার গ্যাস ব্যবহার করেছিলেন।

ভোপাল: মধ্যপ্রদেশের গ্বালিয়রের গোলা কা মন্দির এলাকার লিগ্যাসি প্লাজা ভবনে বিস্ফোরণের ঘটনায় পুলিশের তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। যা শুনে রীতিমত হতবাক সকলে।
বুধবার সাত তলা ভবনে বিস্ফোরণটি ঘটে এবং দুজন আহত হন। তদন্তে জানা গেছে যে বিস্ফোরণের শিকার দু'জনই রিল বানান। তাদের ভিডিওতে স্পেশাল এফেক্ট তৈরি করতে অত্যন্ত দাহ্য রান্নার গ্যাস ব্যবহার করেছিলেন।
বিস্ফোরণের সময় সেই দৃশ্য তারা রিল বানানোর চেষ্টা করে। তাদের ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য, তারা একটি রান্নার গ্যাস সিলিন্ডারের নবটি খুলে ঘরটিকে অত্যন্ত দাহ্য তরল পেট্রোলিয়াম গ্যাসে ভরে দেয়। পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় যখন তারা একটি হ্যালোজেন ল্যাম্প জ্বালিয়ে দেয়। এরপর উত্তাপে গ্যাস জ্বলে ওঠে এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে।
এক তদন্তকারী অফিসার সংবাদসংস্থা IANS-কে ফোনে বিস্তারিতভাবে জানিয়েছেন। এই ঘটনায় রচনা জাট এবং অনিল জাট নামে উভয় ব্যক্তি গুরুতরভাবে দগ্ধ হন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন।
আরও পড়ুন, হাসপাতালে রোগী 'আটকে' ১ লাখ চাওয়ার অভিযোগ! ICU থেকে পালিয়ে এলেন 'কোমায় থাকা' পেশেন্ট!
আহতদের মধ্যে একজন, রচনা জাট, ওই কমপ্লেক্সের দুটি ফ্ল্যাটের মালিক বলে জানা গেছে। দুজনেরই বয়স প্রায় ৩৫ বছর এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রথম তলায় এই বিস্ফোরণটি ঘটে। এদিকে এই ঘটনায় এর আশেপাশের এলাকার ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। বিস্ফোরণের তীব্রতা কাঁচের জানালা ভেঙে দেয়, দেয়ালে ফাটল তৈরি করে এবং ভবনটি ক্ষতিগ্রস্ত করে, যার ফলে এলাকা গ্যাসের গন্ধে ঢাকা পড়ে।
ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং প্রমাণ সংগ্রহের জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পুলিশ অফিসাররা নিশ্চিত করেছেন যে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) বিভিন্ন ধারায় এই দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কারণ তারা কেবল নিজের জীবনই নয়, অন্যদের জীবনও বিপন্ন করেছেন। কর্তৃপক্ষ ওই বাড়ির আশেপাশের ঘরবাড়ির ভয়াবহ ক্ষতির জন্য আলাদা আলাদা অভিযোগ দায়ের করেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
