Malda News : মোদি-শাহের সঙ্গে কবিগুরুর ছবি পোড়ানোর অভিযোগ, অবশেষে গ্রেফতার বহিষ্কৃত TMCP নেতা
ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, সেই সময়ই দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির সঙ্গে জ্বালিয়ে দেওয়া হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও!

পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থার প্রতিবাদ কর্মসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ছবি দিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদ করার নামে কর্মসূচি করতে গিয়ে চরম লজ্জাজনক কাজ করছে। আদতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিল তারা। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা পোড়াচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, সেই সময়ই দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির সঙ্গে জ্বালিয়ে দেওয়া হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও!
মালদহের কলেজের এই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। সমালোচনার মুখে পড়ে তড়ঘড়ি পদক্ষেপ করে তৃণমূল ছাত্র পরিষদ। রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো সেই অভিযুক্ত ছাত্রনেতা এবি সোয়েলকে দল সংগঠন থেকে বহিষ্কার করে সোমবার। সোমবার বহিষ্কারের পর মঙ্গলবার গ্রেফতার করা হল TMCP নেতা AB সোয়েলকে। চাঁচল থানার পুলিশের হাতে গ্রেফতার হয় ওই বহিষ্কৃত TMCP নেতা। চাঁচল কলেজে TMCP-র ইউনিট সভাপতি পদে ছিল AB সোয়েল।
TMCP-র ইউনিট সভাপতি পদে থাকা AB সোয়েলের এই কাজের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য লিখেছিলেন, 'TMCP সভাপতি চাঁচল কলেজের AB সোয়েলের নেতৃত্বে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিকৃতির পাশাপাশি বিশ্বকবি নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি পর্যন্ত দাহ করছে! এটাই তৃণমূলীদের আসল চেহারা। এটাই কি তৃণমূলের বাঙালি অস্মিতা’? এটাই কি TMCP-র তথাকথিত বাঙালি প্রেম? ছিঃ! ছিঃ! ছিঃ! আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র ধিক্কার জানাই। ‘ এই ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল বলে প্রতিক্রিয়া দেন তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।
ধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনা। সেই ঘটনার প্রতিবাদ করতেই কর্মসূচি গ্রহণ করে মালদা চাঁচল কলেজের ছাত্র পরিষদ। কলেজের সামনে মোদি শাহের ছবি পোড়ায় তারা। সেই সঙ্গেই দেখা যায় কবিগুরুর ছবিও পুড়িয়ে দেওয়া হয়।
তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদ করার নামে কর্মসূচি করতে গিয়ে চরম লজ্জাজনক কাজ করছে।
— Samik Bhattacharya (@SamikBJP) September 7, 2025
TMCP সভাপতি চাঁচল কলেজের AB Soyel-এর নেতৃত্বে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিকৃতির পাশাপাশি বিশ্বকবি, নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি… pic.twitter.com/hx8BkxkOVc






















