Malda News: সীমান্ত থেকে উদ্ধার চোরাই মোবাইল ফোন, নগদ টাকা; বাংলাদেশ-যোগ? শুরু তদন্ত
India-Bangladesh Border: কেউ পশ্চিমবঙ্গে এসে গোপন বৈঠক করেছে। কেউ আবার পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক কষেছিল।
করুণাময় সিংহ, মালদা: এবার মালদার হবিবপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার হল চোরাই মোবাইল ফোন, নগদ ও বিদেশি মদ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল হবিবপুরের কলাইবাড়ি এলাকায় যৌথ অভিযান চালায় BSF ও পুলিশ। দীপঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ৫২টি মোবাইল ফোন, ৫০ হাজার টাকা এবং ২০টি বিদেশি মদের বোতল। এর পিছনে বাংলাদেশ যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে হবিবপুর থানার পুলিশ।
কেউ পশ্চিমবঙ্গে এসে গোপন বৈঠক করেছে। কেউ আবার পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক কষেছিল। কেউ আবার ১০ বছর ধরে ঘাঁটি গেঁড়েছিল এ রাজ্য়ে। একের পর এক জঙ্গির বঙ্গ-যোগ নিয়ে যখন ক্রমেই বাড়ছে উদ্বেগ, তখনই মালদার হবিবপুরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল প্রচুর চোরাই মোবাইল ফোন, নগদ টাকা।
গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার হবিবপুরের কলাইবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ ও BSF. পুলিশ সূত্রে খবর, দীপঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়, ৫২টি মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা এবং ২০টি বিদেশি মদের বোতল। এর পিছনে বাংলাদেশ যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে হবিবপুর থানার পুলিশ। তবে কি এই চোরাই মোবাইল ফোনগুলিই কি চলে যেত জঙ্গিদের হাতে? এর সঙ্গে কি কোনওভাবে বাংলাদেশ-যোগ রয়েছে? খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
অন্য়দিকে, জলপাইগুড়ির মালবাজারের ডামডিম এলাকায় তল্লাশি চালিয়ে খোঁজ মিলল আগ্নেয়াস্ত্র, প্রচুর সোনা, মাদকদ্রব্য়। গোপন সূত্রে খবর পেয়ে, ডামডিম এলাকায়, মহম্মদ রহিম নামে একজনের বাড়িতে তল্লাশি চালায় মাল থানার পুলিশ। উদ্ধার হয় প্রায় ৬ হাজার মাদক ট্য়াবলেট। প্রায় ১১০০ নিষিদ্ধ কাফসিরাপ। সোনার নেকলেস, ব্রেসলেট, আগ্নেয়াস্ত্র। এরমধ্য়ে আগ্নেয়াস্ত্রটি কানপুরে তৈরি বলে পুলিশ সূত্রে খবর। ডামডিম এলাকায় যেখান থেকে এগুলি উদ্ধার হয়েছে, সেখান থেকে ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত মেরেকেটে ৬০ কিলোমিটার। পুলিশ আসার আগেই পালিয়ে যায়, বাড়ির মালিক মহম্মদ রহিম। উদ্ধার হওয়া জিনিস কোথায় পাচারের ছক ছিল? কোথা থেকে জিনিসগুলো এখানে এসে পৌঁছে ছিল? খতিয়ে দেখছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Tiger Fear: অবশেষে বাঘবন্দি, ঘুমপাড়ানি গুলিতে কাবু পলাতক বাঘিনী