Durga Pujo: সিভিক ভলান্টিয়ারের পোশাকে মা দুর্গার সোনার গয়না চুরি! সিসি ফুটেজে ফাঁস কুকীর্তি!
সিসিটিভি খতিয়ে দেখতেই দেখা যায় সঞ্জয় মন্ডল, গৌড় মন্ডল নামে দুই গাজোল থানার দায়িত্বরত সিভিক ভলেন্টিয়ার এবং অধির মন্ডল নামে স্থানীয় ব্যক্তি দেবীর গয়না চুরি করছে

মালদা: মা দুর্গার সোনার অলঙ্কার চুরি- তাও আবার পুজো শেষের আগেই। তাও আবার সিভিক ভলান্টিয়ার সেজে! সিভিক ভলান্টিয়ারের পোশাক পরেই দেবী দুর্গার সোনার গয়না চুরি! সিসি ফুটেজ দেখতেই কুকীর্তি ফাঁস।
এই ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের একলাখি গান্ধীমোড় সর্বজনীনে। সেখানে প্রতিমার গয়না নিয়ে উধাও। এই ঘটনায় ইতিমধ্যেই গাজোল থানার ২ সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুই সিভিক ভলেন্টিয়ার সহ মোট তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ।
ঠিক কী ঘটেছে?
পুজোতে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় যেমন লেগেই থাকে। তেমন সুরক্ষার দেখভাল করতে থাকে পুলিশ ও সহযোগী সিভিক ভলান্টিয়াররা। হঠাৎই ক্লাবের কর্তাদের নজরে পড়ে মা দুর্গার পরনের কিছু গয়না নেই। মায়ের মূর্তির সামনে একটি ছোটো পুঁটুলিও গায়েব। যেখানে আরও কিছু গয়না ছিল। কিন্তু প্যান্ডেল থেকে গয়না কোথায় যাবে? এই ভাবনাই সকলের মনে আসে।
পরে সিসিটিভি খতিয়ে দেখতেই দেখা যায় সঞ্জয় মন্ডল, গৌড় মন্ডল নামে দুই গাজোল থানার দায়িত্বরত সিভিক ভলেন্টিয়ার এবং অধির মন্ডল নামে স্থানীয় ব্যক্তি দেবীর গয়না চুরি করছে। এরপরই গাজোল থানায় অভিযোগ দায়ের হতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ওই দুই সিভিক ভলান্টিয়ার গাজোল থানায় কর্মরত। এরপরেই গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। চুরি যাওয়া ওই সোনার গয়না কোথায় রয়েছে? তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এমনটাই জানা গিয়েছে।
প্রসঙ্গত কিছুদিন আগে বর্ধমান জেলার কেতুগ্রাম থানার রাজুর গ্রামে বড়াল পরিবারের দুর্গা মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। পরিবারের অভিযোগ ছিল, ৬ ভরি সোনার গয়না-সহ কিছু রূপোর গয়না চুরি হয়ে গিয়েছে। চোরেরা মন্দিরের ভিতর লণ্ডভণ্ড করে পালিয়ে যায়। জানা গিয়েছে, কেতুগ্রামের বড়াল বাড়ির দুর্গোৎসব ৪৮৩ বছরের প্রাচীন। দৌহিত্র বংশ বটব্যাল পরিবার মূলত পালা করে এই পুজো করেন।






















