Madhya Pradesh Accident: প্রতিমা বিসর্জনের সময় নদীতে উল্টোল ট্রলি, ১০ জনের মৃত্যু, রয়েছে একাধিক শিশু! মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশে
মধ্যপ্রদেশের খাণ্ডোয়ায় নদীতে পড়ে গেল ট্রাক্টর ট্রলি, উৎসবের মধ্যেই মৃত্যু একাধিকের

প্রতিমা বিসর্জন থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। মধ্যপ্রদেশের খাণ্ডোয়ায় নদীতে পড়ে গেল ট্রাক্টর ট্রলি। আওয়ানা নদীর উপর সেতু থেকে নদীতে পড়ে গেল ট্রাক্টর ট্রলি। পুলের নীচে নদী থেকে অন্তত ১০ জনের মৃতদেহ উদ্ধার। নদীতে ভেসে যেতে পারেন আরও কেউ, সন্ধানে চলছে অভিযান। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে চলছে উদ্ধার অভিযান। সমস্ত মৃতদেহ পান্ধনা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে আনা হচ্ছে।
মনে করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কালেক্টর এবং পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক তথ্য অনুযায়ী, খান্ডোয়া জেলার পান্ধানা এলাকার আরদলা এবং জামলি গ্রামের ৩০-৩৫ জন লোক একটি ট্র্যাক্টর-ট্রলিতে করে পুকুরে এসে পৌঁছেছিল। জানা গেছে যে ট্রলিটিতে প্রয়োজনের চেয়ে বেশি লোক ছিল। একটি কালভার্টে দাঁড়িয়ে থাকার সময় ট্রলিটি ভারসাম্য হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। প্রায় ২০-২৫ জন ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। জেসিবির সাহায্যে ট্রলিটি উদ্ধার করা হয়েছে।
পুলিশের তরফে জানান হয়েছে, দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য বহনকারী একটি ট্র্যাক্টর ট্রলি পান্ধনা এলাকার একটি পুকুরে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রশাসন, এসডিআরএফ এবং স্থানীয় ডুবুরিদের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার পর পুকুর থেকে পাঁচ থেকে ছয়জন ভক্ত জীবিত বেরিয়ে এসেছেন বলে তারা জানতে পেরেছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
পুলিশ মৃতদেহগুলি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এখনও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। পুকুর থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, দুর্গা প্রতিমা বিসর্জনের পর ট্র্যাক্টর-ট্রলিটি একটি কালভার্টের উপর দাঁড় করানো অবস্থায় হঠাৎ উল্টে পুকুরে পড়ে যায়।
মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনাগুলি অত্যন্ত দুঃখজনক। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।" মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, আহতদের ৪ লক্ষ টাকা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।























