Malda: চাঁচলে উদ্ধার নাবালিকার দেহ, তন্ত্রসাধনার জন্য খুন, উঠছে প্রশ্ন
Malda News: খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
করুণাময় সিংহ, মালদা: নাবালিকা খুন, আর সেই ঘটনাতেই তন্ত্রসাধনার যোগের অভিযোগ উঠল। ঘটনাস্থল মালদার চাঁচল। ওই ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর করা হয়েছে। অভিযুক্তকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্তকে আটক করেছে পুলিশ। খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
নাবালিকা খুন:
মালদার চাঁচলে ৮ বছরের বালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উঠছে প্রশ্ন। গলার নলি কেটে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী তরুণের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বুধবার বিকেলে বাড়ির সামনে খেলছিল দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী। এরপরই সে নিখোঁজ হয়ে যায়। অভিযোগ তার ঘণ্টাদুয়েক পর, বাড়ির কাছেই পুকুর পাড় থেকে গলার নলি কাটা অবস্থায় বালিকার মৃতদেহ উদ্ধার হয়। এরপরই উত্তেজনা ছড়ায়। খুনের অভিযোগে প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। সন্দেহভাজনকে যুবককে মারধর করা হয় বলে অভিযোগ।
কী কী অভিযোগ?
গ্রামবাসীদের অভিযোগ, তন্ত্রসাধনার জন্যই খুন করা হয় নাবালিকাকে। নিহত নাবালিকার আত্মীয়ের অভিযোগ, 'অভিযুক্ত গুণিন-ওঝার কাজ করত। সেই কারণেই মেয়েটাকে খুন করেছে।'
তন্ত্রসাধনার জন্যই কি খুন হতে হল চাঁচলের নাবালিকাকে? এমনই অভিযোগ এলাকাবাসীর। অভিযুক্তের বাড়ির পাশে মণ্ডপ রয়েছে। এখানেই ওই যুবক তন্ত্রসাধনা করত বলে অভিযোগ।' নিহত নাবালিকার প্রতিবেশী বলেন, 'অভিযুক্তের বাবাও গুণিন ওঝার কাজ করত। এর আগেও ছেলেটার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠে।'
চাঁচল থানায় খুনের অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে আটক করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তন্ত্রসাধনার জন্যই এই ঘটনা। অভিযুক্তের কাছ থেকে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। নাবালিকা খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
জাঙ্গিপাড়াতেও নাবালিকার রহস্যমৃত্যু:
কদিন আগেই হুগলির জাঙ্গিপাড়ায় এক নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। দশমীর দিন সাইকেল নিয়ে বেরিয়েছিল ওই নাবালিকা। তারপরেই সে নিখোঁজ হয়ে যায়। পরে তাঁর দেহ উদ্ধার হয়। ওই ঘটনা নিয়ে তুলকালাম হয় জেলা। ওই ঘটনা ঘিরে তুমুল ঝামেলা হয় এলাকায়। জাঙ্গিপাড়ায় গিয়ে স্থানীয় লোকেদের কাছে বাধাপ্রাপ্ত হয় কংগ্রেসের প্রতিনিধি দল। এই ঘটনার পরে জাঙ্গিপাড়া থানাতেও গিয়েছিল বিজেপির প্রতিনিধি দল।