Malda News: 'এবার ঝাঁটা হাতে নিয়ে...' আরজি প্রতিবাদীদের বেলাগাম আক্রমণে TMC নেত্রী
RG Kar Protest: হরিশ্চন্দ্রপুরের প্রকাশ্য সভা থেকেই প্রধানমন্ত্রীকেও আক্রমণ করেছেন মালদার মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী
অভিজিৎ চৌধুরী, মালদা: আরজি কর-কাণ্ডের প্রসঙ্গ টেনে ফের বিরোধীদের বেলাগাম আক্রমণ তৃণমূলের। সিপিএম-কংগ্রেস-বিজেপি মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করলে, কোমরে কাপড় বেঁধে ঝাঁটা হাতে তুলোধনা করার পরামর্শ দিলেন মালদার মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাগরিকা সরকার। গতকাল হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে মহিলাদের একটি সভায় গিয়ে প্রধানমন্ত্রীকেও কুরুচিকর আক্রমণ করেন তৃণমূলের ওই নেত্রী। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ক্ষমতা থাকলে আন্দোলন-প্রতিবাদ থামিয়ে দেখাক, পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি। সাধারণ মানুষই এর জবাব দেবে, মন্তব্য সিপিএম নেতৃত্বের। মহিলা সংগঠনের জেলা সভানেত্রীর বেলাগাম মন্তব্য নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক লাভলি মৈত্র, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, মালদা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, মালদা জেলা তৃণমূলের নেতা দুলাল সরকার- আন্দোলনকারীদের নিশানা করেছেন সকলেই। এবার সেই তালিকায় জুড়লেন সাগরিকা সরকার। মালদার মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাগরিকা সরকার, 'বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা ‘উই ওয়ান্ট জাস্টিস’ করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে, আমি আপনাদের বলছি, সিপিএম-বিজেপিকে আপনারা বয়কট করবেন।' তাঁর আরও আক্রমণ, 'যারা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদির নামে কুৎসা রটাবে, যারা অপপ্রচার করবে, মহিলাদের আমি বলব, এরপরে কোমরে কাপড় বেঁধে, ঝাঁটা হাতে নিয়ে কংগ্রেস, সিপিএম, বিজেপিকে আপনারা তুলোধোনা করবেন।'
হরিশ্চন্দ্রপুরের প্রকাশ্য সভা থেকেই প্রধানমন্ত্রীকেও আক্রমণ করেছেন মালদার মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী। তাঁর তোপ, 'ঠিক যেমন অসুররা স্বর্গরাজ্য দখল করার জন্য তাণ্ডব চালিয়েছিল, ঠিক একইভাবে বিজেপি পশ্চিমবাংলাকে দখল করার জন্য একই তাণ্ডব চালাচ্ছে। আমাদের কাছে অসুর কে? আমাদের কাছে অসুর, নরেন্দ্র মোদি।'
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তীব্র আক্রমণ করেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। জুনিয়র ডাক্তারদের আক্রমণ করে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলেন, 'ভণ্ডামি করছেন, বাড়াবাড়ি করছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের পিছনে কোনও রাজনৈতিক শক্তি আছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই? মাইনে নেওয়ার সময় বিশ্বাস হয়! পদোন্নতির সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস হয়? যাঁরা করছেন দ্বিচারিতা করছেন, অন্যায় করছেন। বাংলার মানুষের ধৈর্যর পরীক্ষা নেবেন না'।
আরও পড়ুন, ইচ্ছে করেই হাসপাতালে দেরিতে আসেন ওসি! দ্বিতীয় ময়নাতদন্তের দাবি উঠতেই তড়িঘড়ি শেষকৃত্য? রিমান্ড লেটারে CBI-এর বিস্ফোরক দাবি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে