BSF Border Tension : 'তৈরি বাঙ্কার, রাইফেল তাক করে বসে আছে BGB' হুমকি দিয়ে কাঁটাতার দেওয়া বন্ধ করল বাংলাদেশ
গ্রামবাসীদের দাবি, বিজিবি নাকি গুলি করার হুমকিও দিয়েছে সরাসরি। গ্রামের লোকেদের কাছেও ছিল অস্ত্রশস্ত্র।
সুকান্ত মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত সাউ, মালদা : এপারে বৈষ্ণবনগরের সুখদেবপুর গ্রাম।
ওপারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা। তথ্য বলছে, মালদা জেলায় বাংলাদেশ সীমান্ত ১৭২ কিলোমিটার। স্থলভাগে ১৮ কিলোমিটারে নেই কোনও কাঁটাতার। বৈষ্ণবনগরের সুখদেবপুর গ্রাম লাগোয় সীমান্তের অনেকটা এলাকা অসুরক্ষিত। সেখানেই কাঁটাতার লাগানোর কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন। আর, এতেই আপত্তি বাংলাদেশের। মঙ্গলবার, কাঁটাতার বসানোর কাজে বাধা দেয় BGB যা নিয়ে নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।
মঙ্গলবারের পর বুধবারও ফের উত্তেজনা ছড়ায় বৈষ্ণবনগর সীমান্তে। ট্রেঞ্চ কেটে সেখানে মোতায়েন থাকতে দেখা যায় BGB-র জওয়ানদের। তার জেরে মালদার বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে আপাতত ফেন্সিং দেওয়ার কাজ বন্ধ করে দিতে হল BSF-কে। কবে কাজ শুরু হবে, তাও স্পষ্ট করেনি BSF। বর্ডার গার্ড বাংলাদেশ বা BGB-র সঙ্গে দফায় দফায় ফ্ল্যাগ মিটিংয়েও কিছুতেই বন্ধ হচ্ছে না উস্কানি।
সীমান্তে বাংলাদেশের উস্কানির আবহেই বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল-বেনাপোল সীমান্তে BGB-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে BSF। IG পদমর্যাদার অফিসারের নেতৃত্বে ফ্ল্যাগ মিটিং হয়। বৈঠকে সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখার পাশাপাশি দুই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয়েছে। সূত্রের দাবি, কাঁটাতার দেওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তবে, BSF-এর তরফে একে রুটিন বৈঠক বলা হয়েছে।
এর মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন বৈষ্ণবনগরের দুই বাসিন্দা। বুধবার, এঁরা BSF-এর সঙ্গে কাঁটাতার লাগানোর কাজ করতে গেছিলেন। তাঁদের দাবি, বিজিবি নাকি গুলি করার হুমকিও দিয়েছে সরাসরি। গ্রামের লোকেদের কাছেও ছিল অস্ত্রশস্ত্র। তাঁদের আরও দাবি, সীমান্তে বাঙ্কার করেছে বাংলাদেশ-বাহিনী, রাইফেল তাক করে বসে আছে তারা। প্রায় ২৫ থেকে ৩০ টা বাঙ্কার করে ফেলা হয়েছে খোলা-সীমান্তে।
সীমান্তে কাঁটাতার লাগানো হলে বাংলাদেশের আপত্তি কিসের?
স্থানীয় বাসিন্দাদের মতে, ওই খোলা বর্ডার দিয়েই চলে চোরাকারবার। আগে এখান দিয়ে মতো দেদার অনুপ্রবেশ। গরু পাচারের নিশ্চিন্ত-রুট ছিল এটাই। এই পথ আটকে গেলে মাথায় হাত পড়ে যেতে পারে পাচারকারী ও অনুপ্রবেশে মদত দেওয়া লোকজনের।
আরও পড়ুন :
জ্যোতিষ থেকে পুরাণ, মকর সংক্রান্তির গুরুত্ব অসীম, কী করলে মিলবে ১০০ অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য