Malda: চাঁচলে ডাকাতির ছক বানচাল, অস্ত্রসহ গ্রেফতার ৩
Malda: পুলিশ জানায়,ধৃতরা হল সামাদ আলি(২৯),মর্তুজ আলি(২০) ও সাহেব আলি(২২)। ধৃত ৩ জনই চাঁচল থানা এলাকার বাসিন্দা। পুলিশ আরও জানায়, সোমবার গভীর রাতে প্রায় দশজনের মতো জড়ো হয়েছিল চাঁচলের পাহাড়পুর এলাকায়।
অভিজিৎ চৌধুরী, মালদা: শারদীয়া উৎসবের আগে বড়সড় ডাকাতির ছক বানচাল করলো মালদহের চাঁচল থানার পুলিশ। অভিযান চালিয়ে তিনজন সশস্ত্র ডাকাত দলকে গ্রেফতার করা হয়। ধৃতদের মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানায়,ধৃতরা হল সামাদ আলি(২৯),মর্তুজ আলি(২০) ও সাহেব আলি(২২)। ধৃত ৩ জনই চাঁচল থানা এলাকার বাসিন্দা। পুলিশ আরও জানায়, সোমবার গভীর রাতে প্রায় দশজনের মতো জড়ো হয়েছিল চাঁচলের পাহাড়পুর এলাকায়। পুলিশি অভিযান চলাকালীন দৃশ্যটি নজরে আসে পুলিশের। ধড়পাকড় করতে গেলে বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে সশস্ত্র গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁরা ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। উদ্ধার হয়েছে দুটি রড ও একটি হাঁসুয়া,লঙ্কার গুঁড়ো ও একটি বাইক। ধৃত তিনজনকে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
এদিকে কিছুদিন আগেই চন্দননগরে স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছিল। দুপুর নাগাদ সশস্ত্র দুষ্কৃতী দল চন্দননগর লক্ষীগঞ্জ বাজারে জিটি রোডের পাশে ওই স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার অফিসে হানা দেয়। ফুটেজে দেখা যাচ্ছে, চারজন দুষ্কৃতী হাতেই আগ্নেয়াস্ত্র নিয়ে দোতলায় ওঠে। গ্রাহক সেজে প্রথমে দুজন ঢুকে পরে। বাকি দুজন কলাপসিবল গেটে পাহারায় থাকা নিরাপত্তা রক্ষীকে পিস্তল ঠেকিয়ে ভিতরে নিয়ে যায়।
ফুটেজে দেখা যাচ্ছে, সে সময় একজন মহিলা ও একজন পুরুষ কর্মী চেয়ারে বসে ছিলেন। তাঁদের উল্টো দিকে দুজন গ্রাহক একজন মহিলা যিনি দাঁড়িয়ে রয়েছেন আর একজন পুরুষ চেয়ারে বসে টাকা গুনছেন।
ফুটেজে দেখা যাচ্ছে, হঠাৎ এক দুষ্কৃতি ঢুকে কোমরের পিছন থেকে আগ্নেয়াস্ত্র বের করে টেবিল টপকে গিয়ে কর্মীদের নিশানা করে। আরেকজন দুষ্কৃতি সামনে থেকে টাকা লুঠ করতে থাকে। বাকি দুজন যার একজনের পিঠে কালো ব্যাগ ছিল, তারা নিরাপত্তারক্ষীকে পিস্তল ঠেকিয়ে ভিতরের ঘরে ঢোকায়।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ উপকূলের কাছে সরে এসেছে নিম্নচাপ, আজ ও কাল প্রবল বৃষ্টির পূর্বাভাস