Malda College: টাকা দিলে পরীক্ষায় মিলবে নকল করার সুযোগ! গুরুতর অভিযোগ মালদার এক কলেজে
Malda College: মালদার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের পরীক্ষার্থীদের একাংশে। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত সতীশ বি এড কলেজ কর্তৃপক্ষ।
![Malda College: টাকা দিলে পরীক্ষায় মিলবে নকল করার সুযোগ! গুরুতর অভিযোগ মালদার এক কলেজে Malda College complaint If you give money, you will get the benefit of duplicating the exam Malda College: টাকা দিলে পরীক্ষায় মিলবে নকল করার সুযোগ! গুরুতর অভিযোগ মালদার এক কলেজে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/18/7c060a4b898f84d3a82283b8b3de1a5c1658139595_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, মালদা: টাকা দিলে পরীক্ষায় মিলবে নকল করার সুবিধে। মালদার (Malda) ইংরেজ বাজারে (English Bazar) এক বেসরকারি ডিএলএড কলেজের (College) বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরীক্ষার্থীদের। টাকা দিতে অস্বীকার করায় পরীক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ।
মালদার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের পরীক্ষার্থীদের একাংশে। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত সতীশ বি এড কলেজ কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত হবে জানিয়েছেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন।
ঠিক কী ঘটেছে?
১৫ জুলাই থেকে শুরু হয়েছে ডিএলএড এর প্রথম বর্ষের পরীক্ষা। মানবেন্দ্রনাথ কলেজ অফ এডুকেশন এর পরীক্ষার্থীদের সিট পড়েছে ইংরেজ বাজারের সতীশ বি এড কলেজে। মানবেন্দ্রনাথ কলেজের পড়ুয়াদের অভিযোগ পরীক্ষার প্রথম দিনে তাদের কাছ থেকে ৩০০০ টাকা করে দাবি করেন কলেজ কর্তৃপক্ষ। টাকা দিলে পরীক্ষায় সাহায্য করার প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন, ১০০ দিনের কাজে প্রায় দশ কোটি টাকা তছরুপের অভিযোগ, হাইকোর্টে দায়ের মামলা
কী অভিযোগ?
অভিযোগ এরপর থেকেই পরীক্ষার্থীদের ওপর অমানবিক নির্যাতন করছেন সতীশ বিএড কলেজ কর্তৃপক্ষ। ঘটনা লিখিত অভিযোগ করা হয়েছে মালদা জেলা শাসকের কাছে। যদিও এই অভিযোগের বিষয়ে কিছুই বলতে চাননি কলেজের সম্পাদক রামানন্দ সাহা। এই বিষয়ে মালদা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন বলেন, অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)