Malda: করোনা আক্রান্ত মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ, জেলায় জেলায় চিন্তা বাড়াচ্ছে সংক্রমণ
Malda Corona Cases: সোমবার বিকেলে তিনি কোভিড পরীক্ষা করেন এবং তারপর রাতেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
করুণাময় সিংহ, মালদা: এবার করোনায় (Coronavirus) আক্রান্ত হলেন মালদা (Malda) মেডিকেল কলেজ (Medical College) হাসপাতালের (Hospital) অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। এই মুহূর্তে তিনি তাঁর নিজের কোয়াটারে হোম আইলোশনে (Home Isolation) রয়েছেন বলে খবর। বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন তিনি, এমনটাই জানা যায়। সোমবার বিকেলে তিনি কোভিড পরীক্ষা (Covid Test) করেন এবং তারপর রাতেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ (Positive) আসে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপি পুরঞ্জয় সাহা আক্রান্ত হয়েছিলেন বর্তমানে তিনি এখন সুস্থ রয়েছেন। এদিকে জেলায় করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে । বিশেষ করে শহর থেকে ব্লকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। মালদা মেডিকেল কলেজ সুত্রে জানা যায় নতুন করে ১৭৬ জন করোনার টেস্ট করেছিল যার মধ্যে ৩৪ জন রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
এদিকে, দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। ফের কমল দৈনিক সংক্রমণ। কমল দৈনিক মৃত্যু ও সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৩০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৮৬৬।
আরও পড়ুন, "পাঁচজনের বেশি নামের তালিকা দেওয়া হয়েছিল", অনন্তদেবের মন্তব্যে পাল্টা তোপ বিরোধী শিবিরের
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪১। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ১১০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৯ লক্ষ ২০ হাজার ৪৫১। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৫১২।
করোনার পাশাপাশি দেশে বাড়ছে মাঙ্কি পক্সও। কেরলের পর এবার দিল্লি। দেশে চতুর্থ মাঙ্কি পক্স আক্রান্তের হদিশ। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লিতে আক্রান্তের বিদেশ সফরের কোনও যোগ নেই। এর আগে কেরলে যে ৩ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হন, তাঁরা সকলেই বিদেশ ফেরত।