Malda Mystery Death : রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক-যুবতীর মৃতদেহ, চাঞ্চল্য মালদার জাহাজ ফিল্ড এলাকায়
Malda Youth's Unnatural Death : দুর্ঘটনায় মৃত্যু নাকি খুন, খতিয়ে দেখতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
করুণাময় সিংহ, মালদা : যুবক-যুবতীর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার (Malda) জাহাজ ফিল্ড এলাকায়। রক্তাক্ত অবস্থায় তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশেই পড়ে ছিল একটি মোটরবাইক। যে খবর দ্রুত ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে আসে ইংরেজবাজার (English Bazar) থানার পুলিশ। যুবক-যুবতীর মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের (Post Mortem) জন্য। কিন্তু এরকমভাবে অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) ঘিরে স্থানীয়দের মধ্যে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। মৃত যুবকের কাকা অভিযোগ করেছেন খুনের। তবে যুবতী তাদের পরিচিত নন বলেই জানান। মৃত যুবকও তাঁর পরিচিত নয় বলে জানিয়েছেন মৃত যুবতীর বাবা। সবমিলিয়ে গোটা ঘটনা নিয়ে তীব্র ধন্দ তৈরি হয়েছে। তবে দু'জনকে খুন করা হয়েছে অভিযোগ তুলে কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত জানতে তদন্তের দাবি তুলেছেন মৃত দুই পরিবারের পরিজনেরা। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মোটরবাইক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করার কথা জানান ডিএসপি (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম, রনি দাস (২২)। বাড়ি ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায়। সে আইটিআই কলেজে পাঠরত ছিল বলে জানা গিয়েছে। আর মৃত যুবতীর নাম সায়ন্তিকা রায় (১৯)। বাড়ি ইংরেজবাজার থানার তেলিপুকুর এলাকায়। সে মালদা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। যুবতীর বাবা বাপ্পা রায় জানিয়েছেন, মেয়ে সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর সে আর বাড়ি ফেরেনি। সকালবেলা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের মৃতদেহ শনাক্ত করেন। মৃত যুবককে তিনি চেনেন না বলে জানিয়েছেন। অন্যদিকে মৃত যুবকের কাকা জয়রাম মন্ডল জানিয়েছেন, সোমবার রাতে তার ভাইপো বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি। ভাইপোর অস্বাভাবিক মৃত্যুতে খুনের অভিযোগ তুলেছেন তিনি। যদিও এটি খুন না দুর্ঘটনার জেরে মৃত্যু তা বোঝা যাবে ময়নাতদন্তের রিপোর্টের পরই।
আরও পড়ুন- যুবককে খুনের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে, আমবাগানে উদ্ধার দেহ