Malda News : পঞ্চায়েত ভোটের আগে উল্টো স্রোত মালদায় ! তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ
Malda TMC Congress Controversy: 'তৃণমূলে লাগামহীন দুর্নীতি, তাই কংগ্রেসে', মন্তব্য কংগ্রেসে যোগদানকারী তৃণমূলের পঞ্চায়েত সদস্যের।
করুণাময় সিংহ,মালদা: পঞ্চায়েত ভোটের আগে মালদায় (Malda) উল্টো স্রোত! চাঁচলে তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন এক পঞ্চায়েত সদস্য। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তা নিয়ে ইতিমধ্যে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। ঘর গোছাতে মাঠে নেমে পড়েছে শাসক-বিরোধী উভয়পক্ষই! উলটপুরাণ হল মালদার চাঁচলে (Chanchal)।
'তৃণমূলে লাগামহীন দুর্নীতি, তাই কংগ্রেসে', মন্তব্য কংগ্রেসে যোগদানকারী তৃণমূলের পঞ্চায়েত সদস্যের
২১-এর বিধানসভা ভোটের আগে হোক বা পরে, কখনও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। আবার কখনও বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তনের হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন নির্বাচিত পঞ্চায়েত সদস্য! শুক্রবার শাসকদল ছেড়ে ‘হাত’ ধরেন চাঁচলের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নজরুল ইসলাম। 'তৃণমূলে লাগামহীন দুর্নীতি, তাই কংগ্রেসে', মন্তব্য কংগ্রেসে যোগদানকারী তৃণমূলের পঞ্চায়েত সদস্যের। কংগ্রেসের দাবি পঞ্চায়েত ভোটের আগে আরও অনেকেই তাঁদের দলে যোগ দেবেন। ‘পঞ্চায়েত ভোটে টিকিট পাবে না দেখে দলত্যাগ’, দলবদলকে গুরুত্ব না দিয়ে মন্তব্য তৃণমূলের।
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তাই দুর্গা পুজো মিটতেই বাঁকুড়ায় ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল ও বিজেপি। বিজয়া সম্মিলনী থেকেই সাংগঠনিক মেরামতের কাজ পুরোদমে শুরু করে দেওয়ার পরিকল্পনা রয়েছে দু’দলের। বাঁকুড়ায় বিজেপি বিজয়া সম্মিলনী করবে ১৫ অক্টোবর। ১৯ অক্টোবর তৃণমূলের বিজয়া সম্মিলনী। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বিজয়া সম্মিলনী থেকে কমর বেঁধে নামছে তৃণমূল ও বিজেপি। সূত্রের খবর, দু’দলই পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে নির্দিষ্ট নির্বাচনী কৌশলও ছকে ফেলেছে।
আরও পড়ুন, ফের ফাটল-আতঙ্ক বউবাজারে, ঘটনাস্থলে সজল-সেলিমরা
জেলা বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে তারা বাড়তি নজর দেবে জঙ্গলমহল এলাকায়। আদিবাসী মহিলাদের মধ্যে থেকে জঙ্গলমহলে পঞ্চায়েতে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। শহর থেকে নেতাদের জঙ্গলমহলে পর্যবেক্ষক হিসেবে পাঠানোরও পরিকল্পনা রয়েছে বিজেপির। বিজেপির বাঁকুড়া জেলার সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেন, “লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। আমরা চাইছি, জঙ্গল মহলে আদিবাসী মহিলাদের প্রার্থী করতে। শহরের নেতাদের বুথে বুথে অবজারভার করে পাঠাব।’’ জেলা তৃণমূল সূত্রে খবর, দলের প্রবীণ কর্মীদের বিজয়া সম্মিলনীতে সামনের সারিতে এনে সম্মান দেওয়া হবে। তৃণমূলের বুথ স্তরের কর্মীরা বাড়ি বাড়ি সরকারি প্রকল্পের সুফল নিয়ে প্রচার চালাবেন।