Malda News : বাড়ির সামনে থেকেই গায়েব বালিকা ! ২ দিন পরে ঝোপে দেহ, মুণ্ড পড়ে অদূরেই
Malda News Body Of Minor Girl Recovered : ছোট্ট মেয়েটার মুণ্ডহীন দেহ পাওয়া গিয়েছে শুনে মূর্ছা যাওয়ার হাল চেনা-পরিচিতদের। দেহের ৫০ মিটার দূরে গুদাম ঘরের চালে মিলেছে মেয়েটির ধড়হীন মুণ্ড।
করুণাময় সিংহ, মালদা : সোমবার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ক্লাস ফাইভে পড়া ছোট্ট মেয়েটা। তারপর থেকে ৩ দিন খোঁজ ছিল না। অবশেষে ইংরেজবাজার থেকে কয়েক কিলোমিটার দূরে ঝোপের মধ্যে থেকে পাওয়া গেল ব্যবসায়ী-কন্যার মুণ্ডহীন দেহ ! ভয়াবহ ভাবে, ৫০ মিটার দূরে মিলল তার মাথা !
এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ছোট্ট মেয়েটার মুণ্ডহীন দেহ পাওয়া গিয়েছে শুনে মূর্ছা যাওয়ার হাল চেনা-পরিচিতদের। দেহের ৫০ মিটার দূরে গুদাম ঘরের চালে মিলেছে মেয়েটির ধড়হীন মুণ্ড।
এই ঘটনায় নাবালিকার প্রতিবেশী সোনু কেশরী নামে এক যুবককে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। খুনের ঘটনা জানাজানি হতেই অভিযুক্তর বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।
পরিবারের দাবি, সোমবার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে য়ায় পঞ্চম শ্রেণির ছাত্রী, এগারো বছরের বালিকা। ওই দিনই ইংরেজবাজার থানায় নিখোঁজ-ডায়েরি করে নাবালিকার পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গতকাল অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এগারো বছরের ওই বালিকাকে পিছনে বসিয়ে বাইকে করে যাচ্ছেন এক হেলমেট পরা যুবক। এলাকায ছবি দেখিয়ে পরিচয় জানা যায় যুবকের। বুধবার সোনু কেশরী নামে অভিযুক্ত ওই প্রতিবেশীকে গ্রেফতার করে পুলিশ। সম্পর্কে তিনি ওই নাবালিকার কাকু হন। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছেন যুবক।
কিন্তু কেন নাবালিকা ভাইঝিকে খুন করলেন কাকু? পুলিশ সূত্রে খবর, নাবালিকার বাবা অতীতে বেশ কয়েকবার কোনও কারণে ওই যুবককে অপমান করেন। সেই অপমানের বদলা নিতেই খুন বলে স্বীকার করেছেন অভিযুক্ত।
ঘটনা জানাজানি হতেই এদিন সকাল থেকে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। অভিযুক্তর বাড়িতে ভাঙচুর করে ক্ষিপ্ত জনতা। ভাঙচুরের পর লাগিয়ে দেওয়া হয় আগুন। পোস্ট অফিস মোড় ও রথবাড়িতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
কিন্তু স্রেফ অপমানের বদলা নিতে নাবালিককাকে এভাবে খুন করেছেন অভিযুক্ত না কি ঘটনার নেপথ্যে আর কোনও কারণ আছি- খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ।
আরও পড়ুন :
জানুয়ারির শেষে স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি তাপমাত্রা