Malda News: TMC-র বিজয়া সম্মিলনীর মঞ্চে হাজির মানিকচক থানার IC ! 'পুলিশই ওদের ভরসা..'
IC Attend TMC Programme : এবার মালদার মানিকচকে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে দেখা গেল মানিকচক থানার IC-কে। কী বলছে শাসকদল ?
মালদা: ফের খাকি উর্দির শাসক-আনুগত্যের ছবি। এবার মালদার মানিকচকে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে দেখা গেল মানিকচক থানার IC-কে। গতকাল মানিকচক তৃণমূল ব্লক নেতৃত্বের আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক সাবিত্রী মিত্র। ছিলেন মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী-সহ একাধিক তৃণমূল নেতা। সেই অনুষ্ঠানে মঞ্চে প্রথম সারিতে বিধায়কের পাশেই দেখা গেল IC সুবীর কর্মকারকে। সিপিএমের কটাক্ষ, নির্বাচনী বৈতরণী পার হতে পুলিশই ওদের ভরসা। যদিও তৃণমূলের সাফাই, 'দলীয় অনুষ্ঠান নয়, সকলেরই আমন্ত্রণ ছিল..'।
কলকাতা পুলিশের একাংশ তোলাবাজিতে যুক্ত, তারা পুলিশের কলঙ্ক। সম্প্রতি ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে দলীয় সভা থেকে পুলিশকে নিশানা করেছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। চারটি থানার OC ও ভাঙড় ডিভিশনের DC-কে বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছিলেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক। একই মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে ভাঙড় ও ক্যানিং পূর্ব বিধানসভায় শান্তিপূর্ণ ভোট করানোর জন্য কলকাতা পুলিশের প্রশংসাও করেছিলেন সওকত মোল্লা। অতীতে এ রাজ্যের পুলিশকে একাধিকবার তৃণমূলের দলদাস বলে নিশানা করেছে বিজেপির শীর্ষ নেতারা। পৃথক পৃথক ইস্যুতে একাধিকবার তোপ দেগেছেন দিলীপ ঘোষও।
প্রসঙ্গত, আর জি কর-কাণ্ড থেকে জয়নগরে বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, বাঁশদ্রোণীতে ছাত্র মৃত্যু এবং শেষে কৃষ্ণনগরে বালিকার রহস্যমৃত্যু। সব ঘটনাতেই পুলিশের ওপর আস্থা রাখতে পারছে না নিহতদের পরিবার। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ বারবার পক্ষপাতদুষ্ট আচরণ করার কারণেই, প্রশাসনের ওপর থেকে আস্থা চলে যাচ্ছে অসহায় পরিবারগুলোর। কৃষ্ণনগরে নিহত কিশোরীর মা বলেন, 'পুলিশ আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে। যথেষ্ট সঙ্গ দিয়েছে। কিন্তু মোড় ঘুরতে দু'মিনিটও লাগবে না। আমি এটাই মনে করছি, ওই জন্য আমি CBI দ্বারস্থ হতে চাইছি।' আর জি কর মেডিক্যালে কর্তব্যরত চিকিৎসক তরুণীকে খুন-ধর্ষণের ঘটনা থেকে শুরু করে জয়নগরে বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। তারপর বাঁশদ্রোণীতে দুর্ঘটনায় ছাত্রমৃত্যু থেকে কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যু। প্রতিটি ঘটনাতেই পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন মৃতের পরিজনরা। উল্টে CBI তদন্তের দাবি তুলেছেন তাঁরা।
আরও পড়ুন, এরা কেউ মমতা নয়, যে আমরণ অনশন করবে, ৫ দিনেই এদের হাসপাতালে ভর্তি হতে হয় : সৌগত রায়
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।