Malda News: রোগীর গায়ের উপর দিয়ে ঘুরছে ইঁদুর, মালদা মেডিক্যালে ছবি ভাইরাল
Malda Medical Rat controversy: রোগীর গায়ের উপর দিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, কী বলছেন মালদহ মেডিক্যালের সুপার ?

মালদা: মালদা মেডিক্যালে (Malda Medical) ইঁদুরের দৌরাত্ম্যের ছবি ভাইরাল। রোগীর গায়ের উপর দিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। হাসপাতালে মানসিক ভারসাম্যহীনের শয্যায় ইঁদুর। বিরক্ত হয়ে ইঁদুর মারার ছবি ভাইরাল (Viral)।
রাজ্যের সরকারি হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য বারবার
প্রসঙ্গত, এই প্রথমবার নয়, রাজ্যের সরকারি হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য আগেও লক্ষ্য করা গিয়েছে। যার জেরে রোগীকে সমস্যার মুখোমুখি পড়তে হয়েছে। সেই তালিকায় নাম উঠেছিল আরজিকর হাসপাতালেরও। রাজ্যের হাসপাতালে বারংবারই একাধিক অভিযোগ উঠে এসেছে। সামনে এসেছে সরকারি হাসপাতালের ভিতর কুকুর ও বিড়ালেরও দৌরাত্ম্যের দৃশ্য। এনিয়ে কম হইহুল্লোরও হয়নি। তবে যেসময় এই খবর প্রকাশ্যে এসেছে, সেই সময়ই এনিয়ে কড়াকড়ি হলেও পরে ফের এই ঘটনাগুলিতে শীথিলতা সামনে এসেছে। তবে রাজ্যের সরকারি এবং বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে নিয়মে আগের থেকে অনেক বেশি কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
সরকারি হাসপাতালে কুকুরের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত
এর আগে নীলরতন সরকারি হাসপাতালেও কুকুরের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত হয় অনেকের। শেষে হাসপাতালের শীর্ষ কর্তাকেই খবর দিয়ে পদক্ষেপ নিতে হয়। মূলত হাসপাতালগুলিতে বিভিন্ন সময়েই ভর্তি থাকে গুরুত্বপূর্ণ রোগী। যাদের শারীরিক ও মানসিক নানাভাবে অনেকসময় প্রভাব পড়ে এই ঘটনার জেরে। তবে বেসরকারি হাসপাতালগুলিতেও অভিযোগের পাহাড়। কখনও কখনও সেখানেও খাবার নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। খাবার পরিষ্কার করা নিয়ে, পাশাপাশি হাসপাতাল চত্বরে এসে কুকুরের হামলা পোহানোর ঘটনাও নেহাত কম নয়। তবে পুরসভার অন্তর্গত এলাকায় অনেকক্ষেত্রেই কুকুরের অস্বাভাবিকতা দেখা গেলে, তাদেরকে নিয়ে যাওয়া হয়। এছাড়াও অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এক্ষেত্রে এগিয়ে আসে।
আরও পড়ুন, বিয়ে করতে চেয়ে ছাত্রীর মাকে ফোন শিক্ষকের ! স্কুল তুলে নেওয়ায় বসেই বসেই বেতন
'পেস্ট কন্ট্রোলের জন্য স্বাস্থ্যভবনকে জানানো হয়েছে'
তবে মালদা মেডিক্যালের এই ঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছে। যেখানে মানসিক ভারসাম্যহীনের বাড়তি যত্ন কাম্য, নজরে রাখা উচিত, সেই ক্ষেত্রে কীকরে ঘটে গেল এমন ভয়াবহ ঘটনা ? ইতিমধ্য়েই এনিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এর থেকে প্লেগ-সহ আরও একাধিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রোগীর। তাই সাবধানতাও খুবই জরুরী। এবিষয় মালদহ মেডিক্যালের সুপার তথা সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহা জানিয়েছেন,'রোগীর শয্যায় ইঁদুরের বিষয়টি সহকারি সুপারদের খতিয়ে দেখতে বলা হয়েছে। এ ছাড়া পেস্ট কন্ট্রোলের জন্য স্বাস্থ্যভবনকে জানানো হয়েছে।'






















