Malda News: পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে কৃষক খুন, কাঠগড়ায় প্রতিবেশী
Malda Murder Case:পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের গুনি পাড়া এলাকায়।
করুণাময় সিংহ, মালদাঃ পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ (Malda Murder Case) উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের গুনি পাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম সত্য বসাক বয়স (৪০) বছর। পরিবারের রয়েছে স্ত্রী মঞ্জু বসাক, তিন মেয়ে এক ছেলে। সত্য বসাক পেশায় একজন কৃষক ছিলেন। অভিযুক্তরা হলেন উমেশ চৌধুরী, দুলাল বসাক সহ বেশ কয়েকজন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বিগত দু মাস আগে উমেশ চৌধুরীকে দুই হাজার টাকা ধার দিয়েছিল সত্য বসাক নামে ওই ব্যক্তি।গতকাল রাতে টাকা ফেরত দেবে বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। সেখান থেকে কোনওক্রমে পালিয়ে আসে আক্রান্ত ওই ব্যাক্তি বাড়িতে। সমস্ত ঘটনা পরিবারের সদস্যদেরকে জানাই। আহত অবস্থায় রাতে তাকে উদ্ধার করে প্রথমে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন আজ সকালে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মরগে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ব্যক্তির পরিবারসহ গ্রামে।
আরও পড়ুন,'আমি বাড়ি থাকলে মুড়ি খাওয়াতাম', এসএসসি মামলায় ইডি অভিযান নিয়ে প্রতিক্রিয়া পরেশের
এই বিষয়ে মৃত ব্যক্তির স্ত্রী মঞ্জু বসাক জানান,' যে তার স্বামীর কাছে প্রতিবেশী উমেশ চৌধুরী সুদে দুই হাজার টাকা ধার নিয়েছিল।। সেই টাকা দেবে বলে আমার স্বামীকে বাড়ি থেকে রাতে ডেকে নিয়ে যায়। সেখানেই তাকে বেধরক মারধর করা হয়। এরপর আমাকে সমস্ত ঘটনা জানাই। আমার স্বামীকে তড়িঘড়ি রাতেই গাজোল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি আমার স্বামীকে। চিকিৎসা চলাকালীন আজ সকালে মৃত্যু হয় আমার স্বামীর। আমি চাই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।'এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।