Malda News: মালদায় টোটো চালককে নদীতে ফেলল দুই মদ্যপ
Malda Crime: মালদায় টোটো চালককে নদীতে ফেলল দুই মদ্যপ। অভিযুক্তদের বিরুদ্ধে 'কঠোর পদক্ষেপ', দাবি করেছেন ওই টোটো চালক।
অভিজিৎ চৌধুরী,মালদা: মালদায় (Malda) টোটো চালককে নদীতে ফেলল দুই মদ্যপ। অজ্ঞান করে হাত-পা বেঁধে ব্রীজ থেকে টোটো চালককে নদীতে ফেলার অভিযোগে গ্রেফতার (Arrest) করা হয়েছে দুই যুবককে।মদের আসর থেকে দশ কিমি দূরে সেতু থেকে মহানন্দা নদীতে ফেলে দেওয়া হয় টোটো চালককে বলে অভিযোগ।
অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ
মালদায় চাঁচল থানার মাধবপুর সেতুর ঘটনা। শুক্রবার গভীর রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে জেলেদের তৎপরতায় প্রাণে বেঁচেছে ওই টোটোচালক। জলে পড়া শব্দ শুনে ছুটে সেতুর নিচে থাকা জেলেরা। উদ্ধার করে ওই টোটোচালককে। খবর দেওয়া চাঁচল থানায়। তার প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, টোটো চালকের নাম অভিজিৎ সাহা। বাড়ি চাঁচল-১ ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সোনারায় গ্রামে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। ধৃতদের নাম তোফিক আলি ও ওয়াস্তি আলি। তাদেরও বাড়ি সোনারায় গ্রামে। শনিবার তাদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। টোটোটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সকালে জ্ঞান ফেরার পর জানতে পারি, ওরা আমাকে সেতু থেকে নদীতে ফেলে দেয় : টোটো চালক
টোটো চালক অভিজিৎ সাহা জানান, 'গ্রামের দুই যুবক আমার টোটো রিজার্ভ করে। চাঁচল থেকে মদ কিনে কলিগ্রাম ফুটবল মাঠে আসরে বসি। প্রথমবারে এক গ্লাস পান করে কিছু হয়নি। দ্বিতীয়বার পান করতেই অজ্ঞান হয়।তারপর আর কোনও হুঁশ নেই। সকালে জ্ঞান ফেরার পর জানতে পারি, ওরা আমাকে সেতু থেকে নদীতে ফেলে দেয়। জেলেরা আমার হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। পুলিশ তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুক,এই দাবিতে থানায় অভিযোগ করেছি।'
আরও পড়ুন, ‘মানিক মুখ খুললে অনেক উইকেট পড়বে', সুকান্তর মুখে সেই ‘ডিসেম্বর ডেডলাইন’
প্রসঙ্গত, মদ্যপ অবস্থার জেরে একাধিক ঘটনার উদাহরণ রয়েছে রাজ্যে। পুজোর আগে একটি ঘটনা ঘটে বাঁকুড়ায়। বাইককে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে এক মদ্যপ মারুতি চালক।বেপরোয়া মারুতির গতিরোধ করতে গিয়ে আহত হন সিভিক ভলেন্টিয়ার। উলটো দিক থেকে আসা বাইককে ধাক্কা দিয়ে মদ্যপ মারুতি চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে মারুতিটিকে আটক করতে গিয়ে বেপরোয়া মারুতির ধাক্কায় গুরুতর জখম হন ওই সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটে বাঁকুড়ার সারেঙ্গা থানার খয়েরপাহাড়ি এলাকায়। পরে কাড়ভাঙ্গার কাছে গাড়িটিকে আটক করে পুলিশ । গ্রেফতার করা হয় চালককে।