Malda Accident: লরিতে সজোরে ধাক্কা পিক আপভ্যানের, দুর্ঘটনায় মৃত্যু চালকের
এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালকের। এই ঘটনায় আহত হয়েছেন খালাসী। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানার বাধা পুকুর এলাকায়।
করুণাময় সিংহ, মালদা: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা পিকআপভ্যানের। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালকের। এই ঘটনায় আহত হয়েছেন খালাসী। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানার বাধা পুকুর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত চালকের নাম বিদ্যুৎ কায়েম বয়স(৩০) ও আহত খালাসীর নাম শুভ। তাঁদের বাড়ি চাকদহ এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছোট পিকআপ গাড়িটি চাকদহ থেকে মাল বোঝাই করে মালদার দিকে আসছিল। মঙ্গলবার সকালে বাধা পুকুর এলাকায় দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। গাড়ির শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। প্রথমে দুজনকে গাড়ির ভেতর থেকে বের করার চেষ্টা করেন।
কিন্তু এতটাই ভয়াবহ ছিল পরিস্থিতি যে চালক, খালাসী কাউকেই বের করা যায়নি প্রাথমিকভাবে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের সাহায্য নিয়ে ঘটনাস্থলে ডাকা হয় জেসিবি মেশিনকে। জেসিবি মেশিনের সাহায্যে চালক এবং খালাসীকে গাড়ির ভেতর থেকে আশঙ্কাজনক অবস্থায় বের করা হয়।
চিকিৎসার জন্য নিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় চালকের। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গাড়ির খালাসী। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত চালকের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
গত সপ্তাহেই মালদায় বাজার সেরে বাড়ি ফেরার পথে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক স্কুল শিক্ষকের। মালদা জেলার বাগবাড়ি চন্দন পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছিল। মৃত স্কুল শিক্ষকের নাম পুলক মিশ্র। বয়স ৫৪ বছর। আহত হয়েছেন তার শ্যালক অমিত তিওয়ারি। তাঁর বয়স ৩৫ বছর।বাজার করে বাড়ি ফেরার পথে চন্দন পার্ক এলাকায় তাঁদের বাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়।