Malda: টাকা তছরুপের অভিযোগ, পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার তৃণমূলের
Malda News: মালদার চাঁচল-১ ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত ভোটের আগে আইওয়াশ বলে কটাক্ষ বিজেপির।
![Malda: টাকা তছরুপের অভিযোগ, পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার তৃণমূলের Malda, TMC Panchayet member was expelled on multiple charges of embezzlement of development funds and anti-party activities Malda: টাকা তছরুপের অভিযোগ, পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার তৃণমূলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/05/263e05776a655a091c40e430f4854dd81659694089_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, মালদা: উন্নয়নের টাকা তছরুপ, দল বিরোধী কাজ- এমন একাধিক অভিযোগে বহিষ্কার করা হল তৃণমূল নেত্রীকে। মালদার (Malda) চাঁচল-১ ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক সদস্যকে দল থেকে বহিষ্কার করলেন ব্লক সভাপতি। ওই পঞ্চায়েত সদস্যের স্বামীকেও বহিষ্কার করেছে তৃণমূল। মালদার চাঁচল ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত কলিগ্রাম পঞ্চায়েতের ঘটনা।
কী কী অভিযোগ:
মানিকচক, গাজোল থেকে রতুয়া, চাঁচল। মালদায় একের পর এক পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ উঠছে। একশো দিনের প্রকল্পের কাজেও একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। ব্লক তৃণমূল সূত্রে খবর, কলিগ্রাম পঞ্চায়েতের ভগবতীপুর বুথের তৃণমূল সদস্যা মনোয়ারা খাতুন ৩ বছর আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। অভিযোগ, তারপর থেকেই একের পর এক দলবিরোধী কাজে যুক্ত হয়ে পড়েন তিনি। পাশাপাশি, পঞ্চায়েতে প্রকল্পের টাকা তছরুপের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এরপরেই তাঁর বিরুদ্ধে কড় পদক্ষেপ নিল ব্লক তৃণমূল। চাঁচল (১)-এর তৃণমূলের (TMC) সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী বলেন, 'পঞ্চায়েত ও বুথের নেতা কর্মীদের থেকে একাধিক অভিযোগ পাওয়ার পরই দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।' অভিযোগের কথা মানতে চাননি অভিযুক্ত। বহিষ্কৃত পঞ্চায়েত সদস্যার স্বামী ও তৃণমূল নেতা মহিরুর রহমান বলেন, 'সব অভিযোগ মিথ্যে, ভিত্তিহীন। পঞ্চায়েত থেকে প্রধান যেমন কাজ দিতেন সেভাবেই কাজ করা হয়েছে।'
বিজেপির কটাক্ষ:
সব ঠিক থাকলে আর কদিন পরেই পঞ্চায়েত ভোট। তার আগে দুর্নীতির অভিযোগের পর এমন পদক্ষেপ তৃণমূলের। গোটা ঘটনাটিকে পঞ্চায়েত ভোটের আগে আইওয়াশ বলে কটাক্ষ করেছে বিজেপি। চাঁচলের মণ্ডল পর্যবেক্ষক ও বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, 'পুরোটাই নাটক। বহিষ্কার করতে শুরু করলে দলটা উঠে যাবে।'
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যাকে বহিষ্কার ঘিরে সগরগম মালদার চাঁচল।
আরও পড়ুন: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই তলব, দেবেন হাজিরা ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)