Humayun Kabir : 'চাকরি করছেন করুন', ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি হুমায়ুন কবীরের | ABP Ananda Live
ABP Ananda LIVE : আমার যেদিন মাথা গরম হবে, প্রয়োজন হলে ব্রিগেড থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে অফিসকে ঘিরব', ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি হুমায়ুন কবীরের । চাকরি করছেন করুন', ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি হুমায়ুন কবীরের । '২০০৯ সালের পর ২০১১ সালে মুথ থুবড়ে পড়ল সিপিএম' । আপনার আছে ২২০, তুড়ি মেড়ে উড়িয়ে দেব' । ১ লক্ষ ৬০ হাজার মানুষ হুমায়ুন কবীরের পক্ষে ভোট দিলে আপনার সরকার চিৎপটাং' । কয়েকদিন দেখব, তারপর তৃণমূলের বালি চোর, পাথর চোরদের দেখব' । মুসলমানদের কোনও চিন্তা নেই, বলেছেন মুখ্যমন্ত্রী' 'শুধু মুসলমানদের তাচ্ছ্বিল্য করছেন মুখ্যমন্ত্রী' । হিন্দুদের বার্নিংঘাট তৈরি করতেও দুর্নীতি', আক্রমণ হুমায়ুনের।
'দীপুচাঁদ দাসের দোষটা কী ছিল ?' বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অডিও বার্তা শেখ হাসিনার
অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, হাদির জন্য কান্নাকাটি, হাদিও তো....এর সঙ্গেই জড়িত ছিল। ..পুলিশের উপর হামলা, সেনাবাহিনী, তাঁরা তো দায়িত্বপালন করতে যাচ্ছে। ..গোপালগঞ্জে যখন ইউনূসের হুকুমে সরাসরি, আমার নেতা-কর্মীদের হত্যা করল। সে বিচার তো হচ্ছে না। দীপুচাঁদ দাসকে যে হত্যা করেছে, মিথ্যা অপবাদ দিয়ে, দোষটা কী ছিল ? কী অপরাধ ছিল তাঁর ? সে সাধারণ। গরীবের ছেলে। ...আমি আছি আপনাদের সাথে।এই এত মানুষের লাশ এবং এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কাঁদে না ?! ..প্রার্থী নেতাদের দ্বন্দ্ব, সেখানে আওয়ামি লিগের কী ? .. সব মারে তাঁরা। যারা মারে , তাঁদের দেয় দায়মুক্তি, পুরস্কৃত করে। আর সব দোষ হল আওয়ামী লিগের। মামলা দেয় আমাদের উপর। এই খেলাই বাংলাদেশে চলছে। কিন্তু সত্যের জয় হবেই হবে। সবাই ধৈয্য ধরুন। সত্যের জয় হবে। '





























