Kolkata News: 'মূল অভিযুক্ত জামিনে থাকলে ন্যায়বিচার হবে না', জামিন খারিজ করে পর্যবেক্ষণ হাইকোর্টের
ABP Ananda LIVE : দত্তাবাদকাণ্ডে বিডিওর আগাম জামিন খারিজ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ। বারাসাত কোর্ট থেকে আগাম জামিন, খারিজ হাইকোর্টে । 'সহযোগীরা জেলে আর মূল অভিযুক্তের জামিন?'। 'মূল অভিযুক্ত জামিনে থাকলে ন্যায়বিচার হবে না'। বিডিওর আগাম জামিন খারিজ করে পর্যবেক্ষণ হাইকোর্টের। 'অভিযুক্ত একজন WBCS অফিসার, শুধু এই যুক্তিতে জামিন দেওয়া যায় না'। বিডিও-র আগাম জামিন খারিজ করে কড়া পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ।বিডিওর আগাম খারিজ করে বারাসাত কোর্টের নির্দেশের সমালোচনায় হাইকোর্ট। ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে বিডিওকে হাজিরার নির্দেশ হাইকোর্টের । 'সঙ্গীরা জেলে, আর বাইরে মাস্টারমাইন্ড? এটা ঠিক নয়'। স্বর্ণ ব্যবসায়ী খুনে হাইকোর্টে বড় ধাক্কা রাজগঞ্জের বিডিও-র।
'দীপুচাঁদ দাসের দোষটা কী ছিল ?' বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অডিও বার্তা শেখ হাসিনার
অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, হাদির জন্য কান্নাকাটি, হাদিও তো....এর সঙ্গেই জড়িত ছিল। ..পুলিশের উপর হামলা, সেনাবাহিনী, তাঁরা তো দায়িত্বপালন করতে যাচ্ছে। ..গোপালগঞ্জে যখন ইউনূসের হুকুমে সরাসরি, আমার নেতা-কর্মীদের হত্যা করল। সে বিচার তো হচ্ছে না। দীপুচাঁদ দাসকে যে হত্যা করেছে, মিথ্যা অপবাদ দিয়ে, দোষটা কী ছিল ? কী অপরাধ ছিল তাঁর ? সে সাধারণ। গরীবের ছেলে। ...আমি আছি আপনাদের সাথে।এই এত মানুষের লাশ এবং এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কাঁদে না ?! ..প্রার্থী নেতাদের দ্বন্দ্ব, সেখানে আওয়ামি লিগের কী ? .. সব মারে তাঁরা। যারা মারে , তাঁদের দেয় দায়মুক্তি, পুরস্কৃত করে। আর সব দোষ হল আওয়ামী লিগের। মামলা দেয় আমাদের উপর। এই খেলাই বাংলাদেশে চলছে। কিন্তু সত্যের জয় হবেই হবে। সবাই ধৈয্য ধরুন। সত্যের জয় হবে। '

















