Malda News: অনূর্ধ্ব ১৬ ও ১৯-র সম্ভাব্য বাংলা মহিলা ক্রিকেট দলে সুযোগ মালদার দুই কিশোরীর, সংবর্ধনা পুলিশের
Felicitation By Local Police: অনূর্ধ্ব ১৬ এবং ১৯-র সম্ভাব্য বাংলা মহিলা ক্রিকেট দলে সুযোগ পেল মালদার চাঁচলের দুই কিশোরী। পুজোর মুখে খুশির মেজাজ চাঁচলে।
অভিজিৎ চৌধুরী, চাঁচল: অনূর্ধ্ব ১৬ এবং ১৯-র সম্ভাব্য বাংলা (Bengal) মহিলা ক্রিকেট দলে (womens cricket team) সুযোগ পেল মালদার চাঁচলের (Chanchal) দুই কিশোরী (teenagers)। পুজোর মুখে খুশির মেজাজ চাঁচলে।
কী খবর?
দুই কিশোরীর নাম রাসমণি দাস ও প্রেয়সী পাণ্ডে। সূত্রের খবর, এর মধ্যেই সিএবি-র তরফে চিঠি পেয়েছে তারা। এমনকি, তার পর থেকে দুজনেই ইডেনে অনুশীলন করছে। তবে ছুটিতে বাড়ি ফিরেছে দুই কিশোরী। বিশ্বকর্মা পুজোর দিন তাদের সংবর্ধনা দিলেন চাঁচল থানার আইসি পুর্ণেন্দুকুমার কুণ্ডু। ফুল ও মিষ্টি, সঙ্গে ক্রিকেট খেলার ব্যাট তুলে দেওয়া হল দুই খেলোয়াড়ের হাতে। ভবিষ্যতে তারা যাতে আরও ভাল জায়গায় খেলার সুযোগ পায়, সেই সাফল্য কামনা করেন তিনি। থানায় এদিন পুলিশের তরফে সংবর্ধনা পেয়ে স্বাভাবিক ভাবেই বিহ্বল রাসমণি, প্রেয়সী, তাদের অভিভাবক ও অবশ্যই তাদের প্রশিক্ষক রাজেশ দাস। প্রসঙ্গত, এ রাজ্যের মেয়েরা শুধুই ঘরে থাকে না। অনেকে নিয়মিত মাঠে নামে, খেলাধুলো করে, চর্চাও করে। ক্রিকেটেও মেয়েদের কেরিয়ার তৈরির যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করেন রাসমণি ও প্রেয়সীর প্রশিক্ষক রাজেশ দাস। বিশেষত চাঁচলের মতো প্রত্যন্ত এলাকার অভিভাবকেরা যদি তাঁদের মেয়েদের উৎসাহ জোগান তা হলে খেলাধূলার জগতে মেয়েরা আরও বেশি করে এগিয়ে আসবেন, বার্তা রাজেশের। দুই প্রতিভাময়ী কিশোরী রাসমণি ও প্রেয়সীও জানায়, রাজ্যে ক্রিকেটে মেয়েদের কেরিয়ার গড়ার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ইংল্য়ান্ড সফরে প্রথম টি-টোয়েন্টিতে হেরে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচ...
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যামি জোন্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। তিনি ২৪ বলে ২৯ রানের ইনিংস খেলেন। মোট ৩টি বাউন্ডারি নিজের ইনিংসে হাঁকান বাঁহাতি দীপ্তি। তবে ফর্মে থাকা স্মৃতি মন্ধানা (২৩) ও শেফালি ভার্মা(১৪) বড় রান করতে পারেননি। ক্যাপ্টেন হরমনপ্রীত ১৫ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। রিচা ঘোষ ১টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৬ রান করেন।জবাবে ব্য়াট করতে নেমে মাত্র ১৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের ওপেনার সোফিয়া ডাঙ্কলি ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ১টি ছক্কা হাঁকান তিনি। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলেন। এলিস ক্যাপসি ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২০ বলে ৩২ রানের ইনিংস খেলেন।
আরও পড়ুন:চিতা তো এল, আর সংবিধান! জন্মদিনের শুভেচ্ছায় জানিয়েও মোদিকে খোঁচা মহুয়ার