Mamata Banerjee: '২৯ জন মারা গেছে, ১৮ জন তৃণমূল কর্মী, কে খুন করল?' ভোট সন্ত্রাস নিয়ে প্রশ্ন মমতার
Mamata Banerjee: এদিন ধর্মতলায় একুশে জুলাইয়ে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভোট সন্ত্রাসে মৃত্যুর প্রসঙ্গের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: ভোট সন্ত্রাসে মৃত্যু নিয়ে ২১-এর মঞ্চ থেকে প্রশ্ন ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত মৃত্যু সংখ্যা নিয়ে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর। "এখনও পর্যন্ত ২৯ জন মারা গেছে, ১৮ জন তৃণমূল কংগ্রেস কর্মী- কে খুন করল?'' প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ভোট হিংসায় মৃত্যু: মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা। পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) ঘোষণার পর থেকে, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না। কোথাও উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা গেছে। কোথাও মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে। সেই ট্রেন্ড বজায় রেখে ভোট গণনার দিন সকাল থেকেও দিকে দিকে ফের অশান্তির ঘটনা ঘটে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। আর এবার ভোট হিংসা পর্বে মৃত্যু নিয়ে বিরোধীদের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।
ভোট সন্ত্রাসে মৃত্যু নিয়ে কী বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়?
এদিন ধর্মতলায় একুশে জুলাইয়ে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভোট সন্ত্রাসে মৃত্যুর প্রসঙ্গের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে বিরোধীদের আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। এদিন তিনি বলেন, "কারা খুনটা করল? তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে খুন করল? বিজেপির বন্ধুরা হিসেবটা মানুষকে দিন। ৭১ হাজার বুথে ভোট হল, ৩টে জায়গায় গোলমাল হল। একটা ভাঙড়। ভাঙরে অশান্তি হাঙরদের। ডোমকল, ইসলামপুর বা চাপড়ার ওদিকে গন্ডগোল করেছিল। কোচবিহারে মারা গিয়েছে একজন। আর তৃণমূলের ১৮ জন, সিপিএমের ৩ জন, বিজেপির ৩ জন খুন হয়েছে। আমরা প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা এবং হোমগার্ডের চাকরি দিচ্ছি। আমার সিপিএম, কংগ্রেস, বিজেপি করি না। আমরা মৃত্যুকে স্বাগত জানাই না। বিজেপির প্ল্যান তৈরি করে সাজিয়ে দিয়ে, ভুয়ো ভিডিও তৈরি করে বাংলাকে অসম্মান করার চক্রান্ত করেছে। প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বাংলার প্রসঙ্গ রাখা নিয়ে এটা প্রমাণিত।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial