Mamata Banerjee: 'সংবিধান মেনেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি', শাহকে নিশানা মমতার
Mamata Banerjee at Amit Shah: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। আমাদের মৌলিক অধিকার, সাংবাধিনক অধিকারে হস্তক্ষেপ করছে।'
কলকাতা: সম্প্রতি বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বীরভূমের (Birbhum) সভা থেকে তৃণমূলকে (TMC) নিশানাও করেন। এ প্রসঙ্গে এদিন অমিত শাহকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তিনি বলেন, ' মিটিং তিনি করতেই পারেন। তিনি কখনোই সংবিধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বলতে পারেন না ৩৫টা আসন পেলেই বাংলার সরকার চলে যাবে। এই কথার অর্থ স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন। কোন আইনে তিনি নির্বাচিত সরকার ভাঙতে পারেন? যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙতে চাইছে কেন্দ্র। সংবিধানও কি বদল হচ্ছে তাহলে? আমরা মনে করি এই কথা বলার পর তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে থাকার অধিকার নেই। আমরা সংবিধান মেনেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি'।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। আমাদের মৌলিক অধিকার, সাংবাধিনক অধিকারে হস্তক্ষেপ করছে। দেশকে রক্ষা করার পরিবর্তে সরকার ফেলার চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী'। তিনি এও বলেন, 'সব বিরোধী দলের বিরুদ্ধে ইডি-সিবিআই-এর মতো কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। চকোলেট বোম ফাটলেও এনআইএ পাঠিয়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে ব্যাপম কেসে যাঁরা তদন্ত করেছিলেন তাঁদের মধ্যে ৫০জন খুন হয়েছেন। উত্তরপ্রদেশে পুলিশ কাস্টডিতে খুনের ঘটনায় কোন রাজনৈতিক দল গেছে ?
প্রসঙ্গত, ২০২৪-এর নির্বাচনে বাংলায় ৩৫-এর বেশি আসনে জিতবে বিজেপি! ৩০০-র বেশি আসন নিয়ে ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পরে, এমনই ভবিষ্যদ্বাণী করলেন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, পয়লা বৈশাখের আগে প্রতিবারের মতো কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোনও রাজনৈতিক বার্তা দেননি তিনি।
আরও পড়ুন, নিয়োগ-দুর্নীতিতে আরও নেতার হদিশ?জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদে ১০ জন বিধায়কের নাম CBI-এর হাতে
বাংলায় হিটলারি শাসন চলতে দেবে না বিজেপি! ভাইপোকে মুখ্যমন্ত্রী করার স্বপ্ন পূরণ হবে না। সিউড়ির সভা থেকে এই ভাষাতেই মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত শাহ! অন্যদিকে, রাজ্যের ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা দিয়ে দিন। নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেব। পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।