SIR In West Bengal: SIR-প্রস্তুতির মধ্যেই NRC-র নোটিস! ভোটার তালিকা গৈরিকীকরণের অভিযোগ তুললেন মমতা
Mamata Banerjee: পশ্চিমবঙ্গে SIR-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।

কলকাতা: বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রস্তুতি। সেই নিয়ে এবার নির্বাচন কমিশন তথা ভোটার তালিকার গৈরিকীকরণের অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR শুরু হওয়ার আগেই বিজেপি নেতৃত্ব যেভাবে ১ কোটির বেশি নাম বাদ দেওয়ার হুঙ্কার দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, নির্বাচন কমিশন অফিসারদের ডেকে হুমকি দিচ্ছে বলেও দাবি করেছেন। SIR-এর আড়ালে রাজ্যে NRC হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মমতা।
পশ্চিমবঙ্গে SIR-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে SIR শুরু হওয়ার আগেই বিজেপি-র নেতারা হুঙ্কার দিতে শুরু করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, SIR হলে ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম বাদ যাবে এ রাজ্য থেকে। শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যে ১ কোটির বেশই নাম বাদ যাওয়া উচিত।
এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সেই নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, "SIR-এর আগে বিজেপি-র কেন্দ্রীয় মন্ত্রী কী করে বলেন দেড় কোটি ভোটার বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি বিজেপি-র পার্টি অফিসে বসে পরিকল্পনা করছে, আর কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? কমিশনের কাছ থেকে নিরপেক্ষতা কাম্য। মনে রাখবেন, গণতন্ত্রে সরকার এবং বিরোধী, দুই দল থাকে। গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ হল সংবিধান ও মানুষ। সাধারণ মানুষের অধিকার হরণ করার চেষ্টা হচ্ছে। দুই মাসের মধ্যে সম্পূর্ণ ভোটার তালিকা হয়ে যাবে! অনেকে বেড়াতে গিয়েছেন, বহু মানুষ বাইরে আছেন। বন্যায় কাগজপত্র হারিয়েছেন বহু মানুষ। তাঁরা তথ্য দেবেন কী করে? বিজেপি-র কথায় যদি নাগরিকদের নাম বাদ দেওয়া হয়, কোনও সম্প্রদায়ের অধিকার হরণের চেষ্টা হয়, সে মতুয়া, রাজবংশী, নেপালি, পাঞ্জাবি, গোর্খা, সংখ্যালঘু, হিন্দু বা যে-ই হোক...অসমে কত হিন্দুর নাম বাদ দেওয়া হয়েছিল? অসম সরকার যখন নোটিস পাঠাচ্ছে, তা SIR না কি NRC? আমি শুনেছি, স্বরাষ্ট্রমন্ত্রী পার্টির মিটিংয়ে কিছু নির্দেশ দিয়ে গিয়েছেন। বলেছেন, অনেক নাম বাদ দেব। ওঁরা বাদ দেওয়ার কে? আজ ক্ষমতায় আছেন, কাল নাও থাকতে পারে। গণতন্ত্রের এটাই নিয়ম। মানুষকে বাদ দিয়ে এসব চলে না। এটা SIR নয়, NRC-র চক্রান্ত। ধিক্কার জানাই বিজেপি-কে, সেই সব সংস্থাকে, যারা বিজেপি-র কথায় রাজনীতি করছে। শিক্ষা-সংস্কৃতি সবের গৈরিকীকরণ চলছে, উৎসব, ভোটার তালিকারও।"
নির্বাচন কমিশন ব্লক অফিসারদের ডেকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। বলেন, "উৎসব চলছে, জলে ডুবে গিয়েছে চারিদিক। সেই অবস্থায় টিম সার্ভের নামে তিনটি অফিস থেকে চার অফিসার BLO-দের ডেকে হুমকি দিচ্ছেন। ওটা ফিল্ড সার্ভে নয়, ওটা শো অফ। বলা হচ্ছে, তাঁদের ইচ্ছে মতো কাজ করতে হবে। বিহারে পেরেছিলেন, কারণ ওখানে বিজেপি-র সরকার, ডাবল ইঞ্জিন সরকার। বিহারের পার্টি অফিস, এজেন্সি যা তৈরি করে দিয়েছিল, করেছেন। বাংলা কিন্তু আলাদা। এখানে অনেক সম্প্রদায়ের মানুষ আছেন।"
পুজোর মধ্যেও নদিয়ার দুই বাসিন্দাকে NRC নোটিস পাঠিয়েছে অসম সরকার। সেই নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, "SIR-এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে। অসম সরকার কী ভাবে বাংলার নাগরিকদের NRC নোটিস পাঠায়? এর আগেও সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিকদের নোটিস পাঠানো হয়েছে। নির্বাচন পড়লে কমিশনের আওতায় থাকে। নির্বাচনের ঘোষণাহলে, এখনও ঘোষণা হয়নি। কথায় আছে না কঞ্চির দর বেশি! কেন্দ্রীয় কমিশনকে বসিয়ে রেখে এখান থেকে যিনি গিয়েছেন, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সময় হলে বলব। আশা করি বেড়ে খেলবেন না উনি। ওভাররিয়্যাক্ট করবেন না। নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত উনি।"
SIR নিয়ে বিজেপি-কে আক্রমণ করে মমতা বলেন, "আগুন নিয়ে খেলবেন না। নিজেদের সংযত করুন। কাজ শুরুর আগে মন্ত্রী বলছেন, দেড় কোটি বাদ যাবেন। হয় মন্ত্রীকে বাদ দিন, নয় বলুন চক্রান্ত চলছে। দু'টো একসঙ্গে চলবে না। মানুষকে সাহায্য করতে মন নেই। নির্বাচন ছাড়া এই সরকার কোনও কাজ করে না। রাজনীতি ছাড়া, ভোট করা ছাড়া, জোর করে জেতা ছাড়া, ডেটা ম্যানিপুলেট করা ছাড়া, হঠাৎ ভোট বাড়িয়ে দেওয়া ছাড়া, ভোট লুঠ করা ছাড়া, জনগণের উন্নয়নে কোনও কাজ করে না। বিপদের সময় দেশকে টাকা দেয় না। কিন্তু নির্বাচনের সময় ঝুড়ি ঝুড়ি টাকা বেরোয়। দেশের টাকা বিদেশে দিয়ে সোনার মেডেল পরে ঘুরে আসে। অথচ দেশের গরিব বাচ্চা যখনখেতে পায় না, তাকিয়েও দেখে না। এমন সরকার জীবনে দেখিনি। ১৫ দিনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা? ঈশ্বরও পারবেন না। বিজেপি তৈরি করে দেবে? মনে রাখবেন, এটা বাংলা। অ্যাকশনের রিয়্যাকশন আছে। আহত বাঘ কিন্তু সুস্থ বাঘের চেয়ে বেশি ভয়ঙ্কর। সামনে SIR, আর পিছনে NRC? গায়ের জোরে বাংলা দখল করবেন? কোনও দিন পারবেন না। বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করেন না। বাংলাতকে বঞ্চিত করেছেন, লাঞ্ছিত করেছেন, সব প্রকল্প বন্ধ করেছেন।"






















