Mamata Banerjee: 'আপনারা একটা জেল তৈরি করুন, সবাই চলে যাবে' এজেন্সি ইস্যুতে আক্রমণ মমতার
West Bengal News: আরও একবার, কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করলেন মুখ্য়মন্ত্রী
কলকাতা: এজেন্সির তদন্ত নিয়ে মোদি সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, 'ভোটে কেউ কেউ সবাইকে ভয় দেখাতে চাইছে। সবাইকে সিবিআই, ইডি দিয়ে গ্রেফতার করতে চাইছে। কটাক্ষের সুরে তিনি বলেন, 'এর থেকে ভাল আপনারা একটা জেল তৈরি করুন, সবাই চলে যাবে।'
মোদি সরকারকে নিশানা: সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) জমি দখল, ধর্ষণ, চাষের জমি কেড়ে নেওয়ার মতো মারাত্মক যে সব অভিযোগ উঠেছিল, সেই সমস্ত ঘটনায়, বুধবারই CBI-কে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।পাশাপাশি, ভূপতিনগরে হামলার ঘটনায়, বুধবারই NIA অফিসারদের রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ, NIA-র কোনও আধিকারিককে গ্রেফতার করা যাবে না। NIA-র কোনও অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে হলে, ৭২ ঘণ্টা আগে নোটিস দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে। জিজ্ঞাসাবাদের ভিডিও সংরক্ষণ করতে হবে। তদন্ত চলবে, কিন্তু চূড়ান্ত রিপোর্ট পেশ করা চলবে না। এই প্রেক্ষাপটে আরও একবার, কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করলেন মুখ্য়মন্ত্রী।
কী বললেন মুখ্যমন্ত্রী?
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটের আগে সবাইকে ভয় দেখাও। সবাইকে NIA-তে ঢুকিয়ে দাও। সবাইকে CBI-তে, ইনকাম ট্যাক্সে, ED-তে ঢুকিয়ে দাও। আমি বললাম, এর থেকে তো ভাল আপনি একটা জেলখানা বানিয়ে দিন, সব লোক ঢুকে যাবে। কিন্তু হিন্দুস্তান ১৩০ কোটির দেশ, আপনি সবাইকে জেলে ঢোকাতে পারবেন? আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি।’’
ফিরহাদের মন্তব্যে বিতর্ক: এদিকে, কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করতে গিয়ে, পুলিশকেই কার্যত কটাক্ষ করে বসলেন তৃণমূল সরকারেরই মন্ত্রী, ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, এখন তো CBI-কে যা তৈরি করে দিয়েছে BJP, এখন ট্রাফিক পুলিশকে যেমন মানুষ আর মানে না, CBI-কেও মানে না। এখন আর CBI-এর কোনও অস্তিত্ব নেই। তার কারণ, জুজুর ভয় একবার হয়। দু'বার হয়। তিনবার হয় না। এখন তো CBI-কে যা তৈরি করে দিয়েছে BJP, এখন ট্রাফিক পুলিশকে যেমন মানুষ আর মানে না, CBI-কেও মানে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: ১৯ এপ্রিল প্রথম দফার ভোট, বাংলায় কোথায় কত বাহিনী মোতায়েন?