Madhyamik Exam : বনাঞ্চল ও পাহাড়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা !
Mamata Banerjee Big Announcement For Madhyamik Examinees: পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেবে রাজ্য। বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর।
মুন্না অগ্রবাল, বালুরঘাট : ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি। আজ তিনি বালুরঘাটে। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন,বনাঞ্চল ও পাহাড়ের মাধ্যমিক পরীক্ষার্থীরা বিশেষ সুবিধা পাবে।
মাধ্যমিক মানে জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই তার আগে মানসিক ও শারীরিক ভাবে চাঙ্গা থাকাটা জরুরি। ছোট-ছোট পরীক্ষার্থীরা যাতে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেবে রাজ্য। বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর।
অন্যদিকে পাহাড়ে এই সময় প্রচণ্ড ঠান্ডা। পরীক্ষার্থীরা যাতে ঠান্ডায় কষ্ট না পায়. তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে সরকারের তরফে। পরীক্ষার্থীরা যাতে শীতে কষ্ট না পায়, ঠিক মতো পরীক্ষা দিতে পারে, তার জন্য পরীক্ষা হলগুলিতে রুম হিটার রাখা হবে। বুধবারই একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার বালুরঘাট সার্কিট হাউস থেকে বেরিয়ে তিনি হেলিকপ্টারে মালদার উদ্দেশে রওনা হন। সার্কিট হাউস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এবার থেকে বদলেছে সময়। সকাল ৯.৪৫ থেকে শুরু হবে জীবনের প্রথম বড় পরীক্ষা। শেষ দুপুর ১টায়। প্রশাসন সূত্রে দাবি, শীতকালে অন্ধকার নামার আগে পরীক্ষার্থীরা যাতে বাড়ি পৌঁছে যায়, উত্তরপত্র যাতে নিরাপদে নির্দিষ্ট জায়গায় পৌঁছনো যায় - এই সব কথা মাথায় রেখেই সময় বদলের সিদ্ধান্ত।
আরও পড়ুন :লোকসভা ভোটের আগেই বীরভূমে ফিরলেন 'অনুব্রত'
বুধবার মালদা শহরে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। পুলিশ লাইন মাঠের হেলিপ্যাড থেকে হাঁটা শুরু করেন মুখ্যমন্ত্রী। বুধবারই আবার মালদা সফরের দিনই বিহার থেকে ফের বাংলায় ঢোকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। কাটিহারের কোলাসি গ্রাম থেকে আজ যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ। কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে। এরপর হরিশ্চন্দ্রপুর হয়ে আজই মালদায় ঢোকে রাহুলের ন্যায় যাত্রা। প্রায় একই সময়ে, একই জেলায় ৬৫ কিলোমিটার দূরে ইংরেজবাজারে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। দুই হেভিওয়েটের কর্মসূচি ঘিরে মালদায় প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মালদা ছাড়ার পর, বিকেলে ইংরেজবাজারে পৌঁছবেন রাহুল । অন্যদিকে বৃহস্পতিবার সুজাপুর থেকে কালিয়াচক হয়ে ফরাক্কা দিয়ে অধীরের জেলায় ঢুকবে রাহুলের ন্যায় যাত্রা।