Mamata Banerjee: ‘গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য বিমার ব্যবস্থা করা হয়েছে’, ঘোষণা মমতার
‘কেউ এমন কিছু করবেন না, যাতে পরিস্থিতি খারাপ হয়ে যায়। বেশি হই হুল্লোড় করবেন না, নিজেদের স্বাস্থ্য ঠিক রাখুন, সুস্থ রাখুন। মাস্ক পরুন। এদিক সেদিক থুতু ফেলবেন না।'
কলকাতা: গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) শুরুর আগেই পুণ্যার্থীদের জন্য এদিন বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার তিনি পুণ্যার্থীদের উদ্দেশে বলেন, ‘কেউ এমন কিছু করবেন না, যাতে পরিস্থিতি খারাপ হয়ে যায়। বেশি হই হুল্লোড় করবেন না, নিজেদের স্বাস্থ্য ঠিক রাখুন, সুস্থ রাখুন। মাস্ক পরুন। এদিক সেদিক থুতু ফেলবেন না। ডাবল মাস্ক পড়ুন। পরিস্থিতি খুব কঠিন, সবাই কোর্টের নির্দেশ মেনে চলুন। গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার ৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করেছে। ’
এদিন গঙ্গাসাগরের পুণ্যার্থীদের উদ্দেশে আর কী কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী, দেখে নিন এক নজরেঃ
-
‘প্রশাসন, পুলিশ থেকে স্বাস্থ্যকর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছেন’
-
‘করোনা মোকাবিলায় জীবন দিয়ে কর্মীরা কাজ করছেন’
-
‘গঙ্গাসাগরে বেশি লোক পাঠাবেন না, হাইকোর্টের কড়াকড়ি আছে, হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে, তা মেনে চলতে হবে’
-
'আরটিপিসিআর না থাকলে গঙ্গাসাগর যাওয়া যাবে না, আরটিপিসিআর নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে হাইকোর্ট’
-
‘বিহার, উত্তরপ্রদেশ থেকে যারা আসছেন, তাদের স্বাগত। কিন্তু সবাই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন’
-
‘কারও কাশি হলেই পরীক্ষা করুন, কোর্টের নির্দেশ মেনে চলুন। কেউ এমন কিছু করবেন না, যাতে পরিস্থিতি খারাপ হয়ে যায়'
-
'গঙ্গাসাগরে এখন ভয়ে কেউ স্বেচ্ছাসেবীর কাজ করতে যাচ্ছেন না। ২০-৩০ লক্ষ পুণ্যার্থী আসেন, কতজনের পরীক্ষা করবেন? তাই পরিস্থিতি খুব কঠিন, সবাই কোর্টের নির্দেশ মেনে চলুন’
-
‘আমরা ২ বছর কোভিডকে জয় করেছি, এবারও হারাতে পারব’।