Delhi Tragedy : দিল্লির শাস্ত্রীনগরে অগ্নিকাণ্ডে মৃত রাজ্যের ৪, সমবেদনা জানিয়ে ২ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee : ঘটনায় শোকপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দিল্লির মর্মান্তিক অগ্নিকাণ্ডে আমরা মালদার তিনজন এবং উত্তর দিনাজপুরের একজনকে হারিয়েছি। শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানাই।
করুণাময় সিংহ, মালদা : ভিন রাজ্যে কাজে গিয়ে আর বাড়ি ফেরা হল না। দিল্লির শাস্ত্রীনগরে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন মালদা ও উত্তর দিনাজপুরের চার বাসিন্দা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রীর শোকবার্তা, ক্ষতিপূরণ ঘোষণা
শুক্রবার, দিল্লির শাস্ত্রীনগরে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার চার বাসিন্দা। তাঁদের মধ্যে ৩ জনের বাড়ি মালদায়। একজনের বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। প্রত্যেকেই কর্মসূত্রে রাজধানীতে থাকতেন। দিল্লির অগ্নিকাণ্ডে মৃত বাংলার চারজনের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ঘটনায় শোকপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দিল্লির মর্মান্তিক অগ্নিকাণ্ডে আমরা মালদার (Malda) তিনজন এবং উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) একজনকে হারিয়েছি। শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানাই।
দিল্লির অগ্নিকাণ্ডে মানিকচক, রতুয়া ও ইংরেজবাজারের যে তিনজনের মৃত্যু হয়েছে, শনিবার সেচপ্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় তাঁদের বাড়িতে যান। দিল্লি থেকে মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে পরিবারকে সব রকম সহায়তা করছে রাজ্য সরকার। মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, দিল্লিতে যে ট্র্যাজিক ফায়ার ইনসিডেন্ট হয়েছে, তাতে মালদা জেলার ৩ জন প্রাণ হারিয়েছেন। রতুয়া, ইংলিশবাজার ও মানিকচক ব্লকের তাঁরা বাসিন্দা আছেন। পোস্টমর্টেম থেকে আরম্ভ করে যেগুলো করা দরকার রাজ্য সরকার (West Bengal Government) করছে। জেলায় আনার ব্যবস্থা হচ্ছে। মুখ্যমন্ত্রী ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছেন। শিগগিরই বাড়িতে গিয়ে তুলে দেব।
In an extremely tragic fire incident in Delhi, we lost 3 precious lives from Malda & 1 from Uttar Dinajpur. I offer my heartfelt condolences to the bereaved families.
— Mamata Banerjee (@MamataOfficial) April 1, 2023
Along with a compensation of ₹2 Lakhs, all kinds of support will be extended to the families of the victims.
কীভাবে আগুন লেগে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। মৃতের পরিজনরা জানাচ্ছেন, একবার শুনছি মসকুইটো কয়েল থেকে আগুন। আবার বলছে গ্যাস সিলিন্ডার ফেটেছে। তদন্ত হলে বোঝা যাবে। পরিবার-প্রিয়জনের মুখে অন্ন তুলে দিতে ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন যাঁরা, তাঁদের মর্মান্তিক পরিণতি মানতে পারছেন না কেউই।
আরও পড়ুন- দ্বীপাঞ্চলের জন্য বিশেষ ভাবনা, ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প গোসাবায়