Mamata Banerjee: '২০০ কিলোমিটার বেগে এসে মেরেছে, মরেই যেতাম, মানুষের আশীর্বাদে বেঁচেছি', বর্ধমানে দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা
এদিন তিনি নিজেই জানান, 'জানি না কে? গলি দিয়ে বেরোচ্ছিলাম, গাড়িটা স্পিডে যাচ্ছিল। গাড়িটা প্রায় পিষে দিচ্ছিল, মরেই যেতাম হয়ত।
কলকাতা: 'জ্বর আসছে, গা গুলাচ্ছে, মাথাটা ফুলে আছে'। বুধবার রাজভবন থেকে বেরিয়ে বর্ধমানের দুর্ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে বর্ধমান থেকে ফেরার পথে মাথায় চোট পান মমতা। সেই অবস্থাতেই কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু বাড়ি বা হাসপাতালে না গিয়ে, সোজা রাজভবন পৌঁছন। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন। বেরিয়ে জানান, 'সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্যপালের সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে। ভালভাবে কথা হয়েছে। ৬ তারিখ আবার আসব'।
কিন্তু হঠাৎ কে ধাক্কা মারল মুখ্যমন্ত্রীর গাড়িতে? এদিন তিনি নিজেই জানান, 'জানি না কে? গলি দিয়ে বেরোচ্ছিলাম, প্রায় ২০০ কিলোমিটার বেগে একটা গাড়ি আমাদের গাড়ির সামনে চলে আসে। প্রায় পিষে দিচ্ছিল, মরেই যেতাম হয়ত। ড্রাইভার বুদ্ধি করে ব্রেক কষে। তখনই ড্যাশবোর্ড এসে মাথায় লেগেছে। ঝাঁকুনি হয়েছে। রক্ত পড়েছে, ফুলে আছে। ব্যথা নিয়েই কাজ করে গেলাম'। দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে জনগণকে ধন্যবাদও দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, পাবলিক মিট করতে করতে আসছিলাম, গাড়ির কাঁচটা খোলা ছিল। ওটা বন্ধ থাকলে কাচ ভেঙে সারা শরীরে ঢুকে যেত। গাড়িটা চুরমার হয়ে যেত, মানুষের আশীর্বাদে বেঁচে ফিরেছি। ওষুধ খেয়েছি, বাড়ি যাচ্ছি'।
জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী: লোকসভা ভোটের আগে ফের জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ দুই বর্ধমান জেলার মানুষকে নানাবিধ সরকারি পরিষেবা প্রদান করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বর্ধমানের নবাবহাটে গোদার মাঠে হয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। সেখান থেকেই পূর্ব ও পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের জন্য একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রদান করেন সরকারি পরিষেবাও। সেখান থেকে ফেরার সময়েই দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। ফের আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফিরছিলেন। সেই সময় তাঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে যায়। জোরে ব্রেক কষায় মাথায় আঘাত পান মমতা। তবে সেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয় কলকাতার উদ্দেশে রওনা দেয়। কিন্তু মুখ্যমন্ত্রীর কনভয়ে হঠাৎ গাড়ি ঢুকে পড়ল কী করে, উঠছে একাধিক প্রশ্ন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গাফিলতির অভিযোগ উঠছে আবারও। কে করলেন এমন কাজ? উত্তরে কাউকে দোষারোপ করতে চাননি মুখ্যমন্ত্রী, বলেন, 'পুলিশ তদন্ত করে দেখুক। এখনই এ বিষয়ে কিছু বলতে চাই না'।
বুধবার বর্ধমানে প্রশাসনিক সভা ছিল। সেখানে পৌঁছতে হাওড়ার ডুমুরজলা থেকে এদিন হেলিকপ্টারে চেপে রওনা দেন মমতা। কিন্তু ফেরার সময় আবহাওয়া খারাপ থাকায়, বৃষ্টি হওয়ায় হেলিকপ্টার উড়তে পারেনি। ফলে গাড়িতে চেপেই ফেরার রাস্তা ধরেন। সেই সময়ই আঘাত পান তিনি। জানা গিয়েছে, সভামঞ্চ থেকে ২০০ মিটার দূরে, গাড়ি যখন জিটি রোডে উঠছে, সেই সময় অন্য দিক থেকে একটি গাড়ি তাঁর কনভয়ে হঠাৎই ঢুকে পড়ে।